দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (corona)সংক্রমণ। শেষ ২৪ ঘন্টাতেও মিলল না রেহাই। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৪৮ হাজার ৯১৬ জন। আরও মৃত্যু হয়েছে ৭৫৭ জনের।
নতুন করে সংক্রমণের জন্য দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লক্ষ ৩৬ হাজার ৮৬১ জন। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৪ লক্ষ ৫৬ হাজার ৭১ টি। সুস্থ মানুষের সংখ্যা ৮ লক্ষের বেশি। মৃত্যু হয়েছে ৩১ হাজার ৩৫৮ জনের।
করোনার জেরে মৃত্যুর জেরে দেশ এখন সারা বিশ্বে রয়েছে ৬ নম্বরে। মৃত্যুর নিরিখে ভারতের আগে রয়েছে আমেরিকা, ব্রাজিল, ব্রিটেন, মেক্সিকো ও ইতালি।
অন্যদিকে ভারতে শুরু হয়ে গেল হিউম্যান ট্রায়াল। প্রক্রিয়া শুরু হয়েছিল আগেই। এবার প্রথম এক ব্যক্তিকে এই ভ্যাক্সিন দেওয়া হল। শুক্রবার দিল্লির এইমস হাসপাতালে ভ্যাক্সিন দেওয়া হয় তাঁকে।
প্রথম এই ভ্যাক্সিন নিলেন দিল্লির বাসিন্দা এক ব্যক্তি। ৩০ থেকে ৪০ বছর বয়সের এক ব্যক্তিকে প্রথম ইঞ্জেকশন দেওয়া হল এদিন। এখনও পর্যন্ত কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। তবে এখন সাত দিনের পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন সেন্টার ফর কমিউনিটি মেডিসিনের অধ্যাপক ড. সঞ্জয় রাই।