দেশে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে কয়েক গুণ বাড়ল চিন্তা। শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হলেন প্রায় ৪০ হাজার মানুষ। যা কিনা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।
রিপোর্ট বলছে শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭২৬ জন। যা কিনা নভেম্বরের ২৯ তারিখের পর থেকে সর্বোচ্চ। অর্থাৎ শেষ ৩ মাসেরও বেশি সময় পরে দেখা গেল এমন সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৫৮ জনের।
নতুন করে সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে শুক্রবার সকালের রিপোর্ট অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে ১ কোটি ১৫ লক্ষ ১৪ হাজার ৩৩১ জন। দেশে করোনার জেরে মোট মৃত্যুর দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৩৭০ এ।
আরও খবর পড়ুন – মমতার পাড়ায় বিজেপি প্রার্থী দিদির একসময়ের স্নেহধন্য রুদ্রনীল
মহারাষ্ট্র, পঞ্জাব, কেরল, কর্ণাটক, তামিলনাডু এই পাঁচটি রাজ্যেই বিগত কয়েকদিনের মধ্যে গতকাল সর্বোচ্চ সংক্রমণ ছিল। নির্বাচনের আগে আগেই বৃদ্ধি পাচ্ছে এই সংক্রমণ।
মহারাষ্ট্রে ভয়ঙ্কর আকার নিয়েছে করোনা। বৃহস্পতিবার মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৮৩৩ জন। পরিসংখ্যান অনুযায়ী মৃত্যু হয়েছে ৫৮ জনের। এর আগে সেপ্টেম্বরে এমন সংক্রমণ দেখা গিয়েছিল।
মহারাষ্ট্র, তামিলনাড়ু, পঞ্জাব, কর্ণাটক, গুজরাতে প্রতিদিন করোনা সংক্রমণ বাড়ছে। দেশজুড়ে যত সংখ্যক মানুষ আক্রান্ত তার মধ্যে এই পাঁচ রাজ্য থেকে আক্রান্ত হয়েছে ৭৯.৫৪ শতাংশ। এছাড়া এই ৫ রাজ্য ছাড়াও মধ্যপ্রদেশ, দিল্লি এবং হরিয়ানাতেও সংক্রমণ বাড়ছে।
মহারাষ্ট্রের মুম্বইতেও অবস্থা সাংঘাতিক। ইতিমধ্যেই জুহু বিচ বন্ধ করার দাবি জানিয়েছেন, বিজেপি বিধায়ক অমিত সতম।করোনা পরিস্থিতিতে সপ্তাহান্তে বিচ বন্ধ রাখার আবেদন করেছেন তিনি।যদিও এই নিয়ে এখনও কোনও পাকাপাকি সিদ্ধান্তে আসা যায়নি।
রাজ্যের সংক্রমণ পরিস্থিতিতে কীভাবে লাগাম টানা যায়, তা ভেবে ঘুম ছুটেছে উদ্ধব ঠাকরের প্রশাসনের। ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় সম্পূর্ণ কোথাও বা আংশিক লকডাউন জারি করা হয়েছে। তবে তা করেও সংক্রমণ ছড়িয়ে পড়া রোখা যাচ্ছে না।