ফের সংক্রমণ দেশে। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৬৬ হাজার ৭৩২ জন। ওই একই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৮১৬ জনের।
নতুন করে সংক্রমণের ঘটনায় দেশে মোট করোনা আক্রান্ত হলেন ৭১ লক্ষ ২০ হাজার ৫৩৯ জন। এরমধ্যে অ্যাক্টিভ পেশেন্ট রয়েছে ৮ লক্ষ ৬১ হাজার ৮৫৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬১ লক্ষ ৪৯ হাজার ৫৩৬ জন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট মোতাবেক দেশজুড়ে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৯ হাজার ১৫০ জনের।
উল্লেখ্য, অন্যদিকে আসন্ন শীতকালে বাড়তে পারে করোনা সংক্রমণ। এমনই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষ বর্ধন। তিনি জানান শীতকালে করোনা আরও বেশি মাত্রায় ছড়িয়ে পড়তে পারে, এমন সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
স্বাস্থ্য মন্ত্রী বলেন করোনা মূলত শ্বাসপ্রশ্বাস সম্পর্কিত একটি ভাইরাস, যা নিঃশ্বাসের সঙ্গেও সংক্রমণ ছড়াতে পারে। ফলে শীতকাল আসলেই মানুষের শ্বাসকষ্ট, হাঁপানি বা শ্বাসসম্পর্কিত যে কোনও সমস্যাই বাড়ে। এতে করোনায় সংক্রামিত হওয়ার আশঙ্কা বহুগুণ পর্যন্ত বাড়তে পারে।
এছাড়া সামনেই দেশ জুড়ে উৎসব। কোথাও নবরাত্রি, কোথাও দুর্গাপুজো। এই প্রেক্ষিতেই দেশের সাধারণ মানুষের জন্য সতর্কবার্তা জারি করলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
রবিবার তিনি বলেন কোনও ধর্মের ভগবানই ভিড় করে সমবেত হয়ে প্রার্থনায় বিশ্বাস করেন না। মনের ভক্তি প্রমাণ করার জন্য সমবেত হওয়ার দরকার পড়েনা। তাই করোনা কালে পুজো হলেও, উৎসব হলেও বাড়িতে থাকুন। বাইরে বেরিয়ে সংক্রমণের ঝুঁকি বাড়াবেন না।
ধর্মাচারণের সঙ্গে উৎসব করার কোনও সম্পর্ক নেই বলে দাবি করে স্বাস্থ্যমন্ত্রীর সতর্কবার্তা উৎসব করে ভিড় বাড়িয়ে নিজের ও অন্যের ঝুঁকি বাড়ানো মোটেও বুদ্ধিমানের লক্ষ্মণ নয়। কেন্দ্রের তরফ থেকে যে সতর্কবার্তা ও নির্দেশিকা জারি করা হয়েছে, তা মেনে চলুন।