BREAKING: ফের আক্রান্ত প্রায় ৯০ হাজার, দেশজুড়ে মোট সংক্রমণ ছাড়াল ৪৩ লক্ষ

ক্রমেই দেশে বেড়ে চলেছে কোভিড-১৯ সংক্রমণ। ফের ২৪ ঘন্টায় দেশ জুড়ে আক্রান্ত হলেন প্রায় ৯০ হাজার মানুষ। যার জেরে মোট সংক্রমণ ছাড়িয়েছে ৪৩ লক্ষ। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১১১৫ জনের।

নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৭০৬ জন। নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ লক্ষ ৭০ হাজার ১২৯। এরমধ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৯৭ হাজার ৩৯৪ জন। দেশজুড়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩৩ লক্ষ ৯৮ হাজার ৮৪৫ জন। এখন পর্যন্ত করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ৭৩ হাজার ৮৯০ জনের।

অন্যদিকে সামনে এসেছে স্বাস্থ্য মন্ত্রকের নয়া পরিসংখ্যান। তথ্য জানাচ্ছে দেশের পাঁচটি রাজ্যেই ছড়িয়ে রয়েছে করোনায় মৃত্যুর ৭০ শতাংশ। এই পাঁচটি রাজ্য হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ ও তামিলনাড়ু।

এদিকে, গোটা দেশের নিরিখে ৬২ শতাংশ অ্যাক্টিভ কেসও ছড়িয়ে এই পাঁচটি রাজ্যেই। দেশের মোট অ্যাক্টিভ কেসের ২৭ শতাংশই রয়েছে মহারাষ্ট্রে। অন্ধ্রপ্রদেশ ১১ শতাংশ, কর্ণাটকে ১০.৯৮ শতাংশ, উত্তরপ্রদেশে প্রায় ৭ শতাংশ, তামিলনাড়ুতে প্রায় ৬ শতাংশ।

তবে এসবের মধ্যেও ২১ সেপ্টেম্বর থেকে স্কুল খোলার অনুমতি দেওয়া হয়েছে। পুরোপুরি না হলেও আংশিকভাবে স্কুল খোলা যাবে। এই সংক্রান্ত গাইডলাইন এদিন প্রকাশ করা হয়েছে। তবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরই স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। ছোটদের জন্য এখন স্কুল খোলার কোনও প্রশ্ন নেই।

গাইডলাইনে বলা হয়েছে, অনলাইন ক্লাসে অনুমতি দিচ্ছে কেন্দ্র। তবে, নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা চাইলে স্কুলে যেতে পারবে। অভিভাবকদের থেকে লিখিত অনুমতি এনে তবেই ক্লাসে যোগ দেওয়া যাবে। ক্লাস, স্টাফ রুম, অফিস, ক্যাফেটেরিয়ায় সোশ্যাল ডিসট্যান্স মেনে চলার কথা বলা হয়েছে। এছাড়া মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা আবশ্যিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.