BREAKING: দেশে ফের হাজারের বেশি মৃত্যু, মোট আক্রান্ত ৭৫ লক্ষ ছুঁইছুঁই

 দেশে ক্রমে লাফিয়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৬১ হাজার ৮৭১ জন। এই সময়ের মধ্যে আরও মৃত্যু হয়েছে ১০৩৩ জনের।

দেশে নতুন সংক্রমণের জেরে মোট আক্রান্তের পরিসংখ্যান দাঁড়িয়েছে ৭৪ লক্ষ ৯৪ হাজার ৫৫২ জন। এরমধ্যে আক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৮৩ হাজার ৩১১। সুস্থ হয়ে উঠেছে মোট ৬৫ লক্ষ ৯৭ হাজার ২১০ জন। মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ায় এখন অবধি দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১৪ হাজার ৩০১।

অন্যদিকে এবার রাশিয়ার তৈরি করোনার ভ্যাকসিন এদেশে পরীক্ষায় ছাড়পত্র দিল ভারত সরকার। শনিবারই একথা জানানো হয়েছে রাশিয়ার তরফে। রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড ও ভারতের ডক্টর রেড্ডি’জ ল্যাবরেটরিজ লিমিটেড রাশিয়ার তৈরি করোনার ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চালাবে।

শুরুতে রাশিয়ার করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক’-এর এদেশে ব্যাপক হারে পরীক্ষায় ছাড় দিতে চায়নি সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। তবে শনিবার রাশিয়াকে তাদের তৈরি ভ্যাকসিনের পরীক্ষার জন্য প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে ভারত সরকার।

জানা গিয়েছে, ভারতীয় সংস্থা ডক্টর রেড্ডিজকে সঙ্গে নিয়ে এদেশে রাশিয়ার ‘স্পুটনিক’ ভ্যাকসিনের পরীক্ষা চলবে। হাজার দেড়েক স্বেচ্ছাসেবকের উপর এই ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া সম্প্রতি একটি নতুন গবেষণা সামনে এসেছে। যেখানে ভারতীয় গবেষকদের একটি দল দাবি করেছে, গোলমরিচে থাকা পেপারেরিন নামক উপাদান করোনা ভাইরাসকে ধ্বংস করতে পারে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি পদার্থবিজ্ঞান বিভাগের গবেষকরা এক গবেষণায় এটি প্রকাশ করেছেন।

এই গবেষণায় বিশেষজ্ঞরা দাবি করেছেন, গোলমরিচে থাকা পেপারিন নামক একটি উপাদান করোনা ভাইরাসের মোকবিলা করতে সক্ষম। উমাকান্ত ত্রিপাঠি জানিয়েছেন, এই ফলাফল খুব আশাজনক। এই গবেষণা নিয়ে কোনও সন্দেহ প্রকাশের জায়গা নেই বলেও জানিয়েছেন তিনি। তবে একই সঙ্গে নিশ্চিতকরণের জন্য পরীক্ষাগারে যে আরও গবেষণা প্রয়োজন সে কথাও বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.