BREAKING: দেশে রেকর্ড হারে সংক্রমণ, ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৮ হাজারেরও বেশি

দেশে ফের রেকর্ড ব্রেক করোনার(corona)। এতদিনের যাবতীয় সব সংক্রমণের রেকর্ড ছাড়িয়ে শুধুমাত্র ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হলেন ৩৮ হাজার ৯০২ জন। যা কিনা এখন পর্যন্ত সর্বাধিক। দেশে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৪৩ জনের।

নতুন করে সংক্রমণের জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৭৭ হাজার ৬১৮তে। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৩ লক্ষ ৭৩ হাজার ৩৭৯। সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৬ লক্ষ ৭৭ হাজার ৪২৩ ও মৃত্যু হয়েছে ২৬ হাজার ৮১৬ জনের।

অন্যদিকে একটি সমীক্ষার বক্তব্য, প্রতিদিন যেভাবে লাগামছাড়া আক্রান্তের সংখ্যা হু-হু করে বেড়ে চলেছে তাতে ভবিষ্যৎ এর জন্য আরও বড় অশনি সংকেত বয়ে আনবে এই ভাইরাস। এমনটাই জানাচ্ছেন গবেষক মণ্ডলীরা। শুধুতাই নয় আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে ভারত করোনা আক্রান্তের শীর্ষে পৌঁছে যাবে।

এই বিষয়ে ভারতীয় জনস্বাস্থ্য বিভাগের প্রেসিডেন্ট তথা আইসিএমআর’এর কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক কে. শ্রীনাথ রেড্ডি জানিয়েছেন, প্রতিদিন যেভাবে দেশে করোনার জীবাণু ছড়াচ্ছে তাতে সরকার যদি আরও কড়া পদক্ষেপ গ্রহন না করে তাহলে ফল আরও ভয়ানক হবে। শুধু সরকারই নয় করোনা সম্পর্কে সাধারণ মানুষজনকে হতে হবে আরও সচেতন মানতে হবে সরকারি নিষেধাজ্ঞা তবেই কিছুটা হলেও রোধ করা যাবে করোনার প্রকোপ।

এদিকে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ভারতে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতি খুব একটা ভালো নয়। আইএমএ হসপিটাল বোর্ড অফ ইন্ডিয়ারে চেয়ারপার্সন ড. ভিকে মংগা বলেন, ‘বর্তমানে সংক্রমণ ক্রমশ ব্যাপক হারে বেড়ে চলেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.