শেষ ২৪ ঘন্টাতেও রেকর্ড ব্রেক করোনার(corona)। একদিনে আক্রান্ত হলেন ৪৯ হাজার ৯৩১ জন। আরও মৃত্যু হয়েছে ৭০৮ জনের। দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১৪ লক্ষের ঘর।
স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৩৫ হাজারের বেশি। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯ লক্ষ ১৭ হাজার ৫৬৮ জন, দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেস রয়েছে ৪ লক্ষ ৮৫ হাজার ১১৪ টি।
এক ট্যুইট বার্তায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে করোনা পরীক্ষার সংখ্যায় রেকর্ড করেছে ভারত। এখনও পর্যন্ত ১.৬ কোটি করোনা পরীক্ষা হয়েছে। প্রতি মিলিয়নে সংখ্যাটা ১১,৪৮৫। এরই মধ্যে মৃত্যুর হার কমে এসেছে অনেকটাই। ভারতে এখন মৃত্যুর হার ২.৩৫ শতাংশ।
প্রসঙ্গত, দিল্লি, মুম্বই, অহমেদাবাদে করোনাতে সংক্রমণের গ্রাফ ক্রমশ নামছে। এমনটাই স্বস্তির খবর জানিয়েছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস)-এর ডিরেক্টর তথা ন্যাশনাল টাস্ক ফোর্সের সদস্য ডঃ রণদীপ গুলেরিয়া।
শুধু তাই নয়, করোনায় মৃতের সংখ্যাও বিশ্বের একাধিক দেশের থেকে অনেকটাই কম বলে দাবি তাঁর। তবে এই পরিস্থিতিতে কোনও ভাবে ঢিলেঢালা দেওয়া হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা ন্যাশনাল টাস্ক ফোর্সের সদস্য ডঃ রণদীপ গুলেরিয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতে করোনা মহামারীর সংক্রমণ ও প্রসার, মৃত্যুর হার, বর্ষায় ভাইরাসের প্রকৃতি কেমন হবে তা নিয়ে সার্বিকভাবে কথা বলেন ডঃ গুলেরিয়া।