সফল উৎক্ষেপণ হল ব্রাহ্মস মিসাইলের (Bramhas Missile)। ভারতীয় নৌ-বাহিনী স্টেলথ ডেস্ট্রয়ার আইএনএস চেন্নাই থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হলে শব্দের থেকেও দ্রুত গতিতে নিখুঁত নিশানায় লক্ষ্যবস্তুতে আঘাত করে। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন জানিয়েছে এই মিসাইলের প্রাথমিক পাল্লা ২৯০ কিলোমিটার, তবে প্রয়োজনমতো এর পাল্লা বাড়িয়ে ৪০০ কিলোমিটার পর্যন্ত করা যেতে পারে। প্রসঙ্গত বেশ কিছুদিন আগেই ৪০০ কিলোমিটার রেঞ্জে এই মিসাইলের সফল উৎক্ষেপণ হয়েছিল।
এই ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের অনেকগুলি ভার্সন রয়েছে। স্থলভাগের লঞ্চপ্যাড থেকে যেমন এই ক্ষেপণাস্ত্র ছোড়া যায় ঠিক তেমনি আকাশপথে যুদ্ধবিমান থেকে এবং জলপথে ঠিক তেমনি আকাশপথে যুদ্ধবিমান থেকে এবং জলপথে ডুবোজাহাজ,রণতরী এই দুই থেকেই এই মিসাইল ছোড়া যায়। প্রসঙ্গত এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং দ্রুত গতি সম্পন্ন প্রসঙ্গত এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং দ্রুতগতিসম্পন্ন মিসাইল।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই মিসাইল শুধুমাত্র দ্রুতগতিতে ছুটবেই না বরং একবারেই লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত করবে। লাদাখে ভারত-চীন সংঘাতের পরেই সীমান্তে এই মিসাইল মোতায়েন করা হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর তিন স্তম্ভ হ্যালো বাহিনী বায়ুসেনা ও নৌবাহিনীর হাতে রয়েছে এই ক্ষেপণাস্ত্র। প্রসঙ্গত মার্কিন ক্ষেপণাস্ত্র টোমাহকের গতিবেগ ঘন্টায় ৮৯০ কিলোমিটার, সেখানে এই ভারতীয় ক্ষেপনাস্ত্রের গতিবেগ এর চারগুণ।