দীপিকার জেএনইউ গমন, নেপথ্যে কি ‘ছপাকে’র প্রচার, টুইটারে ‘বয়কট ছপাক’ এর ডাক

গত রবিবার ভয়ানক হামলা হয়েছে দিল্লীর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। ছাত্রছাত্রীদের উপর হামলার অভিযোগ উঠেছে মুখোশধারী বহিরাগত দুস্কৃতিদের উপর। তাতে আহত হয়েছেন দুপক্ষেরই সদস্য অর্থাৎ এবিভিপি এবং বামসংগঠনগুলির সদস্য- সদস্যা ছাত্র-ছাত্রীরা। মাথায় আঘাত লেগেছে জেএনইউএসইউর সভাপতি ও এসএফআই নেত্রী বাংলার মেয়ে ঐশী ঘোষের। আহত হয়েছেন সূচরিতা সেন নামের ভূগোলের একজন অধ্যাপিকাও। ছাত্রছাত্রীদের উপর হামলার প্রতিবাদে পথে নেমেছেন বিভিন্ন মানুষও। মুম্বইয়ে প্রতিবাদ নেমেছেন অনুরাগ কাশ্যপ, স্বরা ভাস্কর, কঙ্কনা সেনশর্মারা ।

এবারে প্রতিবাদে যোগ দিতে প্রায় দুদিন পরে জেএনইউতে গেলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাদুকোন। আর এখানেই উঠছে প্রশ্ন। অন্য সমস্ত সেলেব্রিটিরা যখন ঘটনার পরপরই নিজেদের প্রতিবাদ ব্যাক্ত করেছেন তখন প্রতিবাদ জানাতে এত দেরি করলেন কেন দীপিকা ?

নিন্দুকরা বলছেন এর পিছনে রয়েছে সুপরিকল্পিত অঙ্ক। আগামী দশ তারিখ মুক্তি পাবে দীপিকার পরবর্তী ছবি ‘ছপাক’। তাতে তাকে দেখা যাবে এক অ্যাসিড আক্রান্ত মহিলার ভূমিকায়। কারো কারো মতে একটি নির্দিষ্ট সামাজিক বার্তা বহনকারী সেই ছবির প্রমোশনেই দীপিকা জেএনইউ ছুটে গেছেন আন্দোলনকারী বাম ছাত্রছাত্রীদের সহমর্মিতা জানাতে ।

বিজেপি শিবির অবশ্য ইতিমধ্যেই ‘বয়কট ছপাকে’র ডাক দিয়েছে। মুম্বইয়ে বিজেপি নেতা তেজিন্দর পাল সিং বগ্গা প্রথম দীপিকার ছবি বয়কট করার ডাক দিয়ে ট্যুইট করেছেন মঙ্গলবার সন্ধেবেলা। তা ট্যুইটারে ট্রেন্ডিংও হয়েছে। স্বভাবতই বিতর্কে এখন বলিউডি অভিনেত্রী দীপিকা। বিতর্ক সামলে এখন বক্স অফিসে কতটা সাফল্য পায় ‘ছপাক’ সেটাই দেখার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.