এবার আমেরিকার পেশাদার বক্সিংয়ের রিং-এ নামতে চলেছেন ভারতীয় বক্সার বিজেন্দর সিং। ১২ এপ্রিল তাঁর নামার কথা। প্রতিদ্বন্দ্বী এখনও ঠিক হয়নি। আপাতত বিজেন্দর মার্কিন মুলুকে। সেখানে ‘হল অফ ফেম’ খ্যাত কোচ ফ্রেডি রোচের অধীনে তিনি প্রশিক্ষণ নিচ্ছেন। টাইসনের মতো একাধিক বিশ্বসেরা বক্সারের প্রশিক্ষক ছিলেন ফ্রেডি। ৩৩ বছরের বিজেন্দরকে মার্কিন মুলুকে পেশাদার বক্সিংয়ে নামানোর পিছনে রয়েছে, তাঁর ভারতীয় স্পনসর আইআইএস। এই সংস্থার সূত্রে জানা গিয়েছে, বিজেন্দর আপাতত লস এঞ্জেলসে।
গত ৩২ বছর ধরে আমেরিকায় ফ্রেডি বক্সিং প্রশিক্ষণ দিচ্ছেন। তার পর থেকে শুধুই সাফল্য পেয়েছেন। ইতিমধ্যে, তাঁর ছাত্ররা ২৬ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। সেই কথা মাথায় রেখে, বিজেন্দরের ভবিষ্যৎও উজ্জ্বল বলে আশাবাদী তাঁর প্রোমোটার সংস্থা। বিজেন্দরের প্রথম পেশাদার বক্সিংয়ের ম্যাচ আমেরিকার বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে বলেই তাঁর স্পনসর সংস্থা জানিয়েছে।