গত কয়েকদিন ক্রমাগত পতনের বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে টাকার দাম বেড়েছে ৷ অন্যদিকে তেমন কোন আশা ব্যঞ্জক কিছু না ঘটলেও এদিন শেয়ার বাজারকে চাঙ্গা হতে দেখা গেল৷
সপ্তাহের শুরুতেই জম্মু কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ তুলে দেওয়ারল কেন্দ্রীয় উদ্যোগের জেরে নতুন এক অস্থিরতা দানা বাধে ৷ যার জেরে টাকার বিনিময় মূল্য বড় সড় ধাক্কা খেতে দেখা যায়৷ তেমনই শেয়ার সূচকও হয়ে যায় নিম্নমুখি৷
একে চাহিদার অভাবে বেহাল অর্থনীতি তার উপরে বাজেটে বাড়তি সারচার্জের বোঝার জেরে এদেশের শেয়ার বাজার থেকে মুখ ফেরাচ্ছিল বিদেশি আর্থিক সংস্থাগুলির লগ্নি ৷ কিন্তু এই দুই সমস্যা মেটাতে কেন্দ্রের হস্তক্ষেপের আশায় এদিন শেয়ারসূচক ছিল উত্তরমুখি।
বাজারে খবর ছড়ায় শিল্পের সাহায্যের জন্য কেন্দ্র ত্রাণ দিতে পারে এবং সারচার্জের বোঝা কমতে পারে।
এদিন সেনসেক্স ৬৩৬.৮৬ পয়েন্ট উঠে অবস্থান করেছে ৩৭,৩২৭.৩৬ পয়েন্টে। একই রকম ভাবে নিফটি ১৭৬.৯৫ পয়েন্ট উঠে অবস্থান করছে ১১,০৩৬.৪৫ পয়েন্টে ৷ অন্যদিকে ডলারের সাপেক্ষে টাকার দাম ২০ পয়সা বেড়ে হয়েছে ৭০.৬৯ টাকা।