সিয়াচেন, জম্মু-কাশ্মীরের একেবারে উত্তর-পশ্চিমে পাকিস্তান ঘেঁষে অবস্থিত এই হিমবাহ, সমুদ্রসৈকত থেকে যার উচ্চতা প্রায় ২১ হাজার ফুট। অপারেশন মেঘদূতের পর থেকে যা কিনা ভারতের অধীনস্থ। শত্রুদেশ পাকিস্তানের হাত থেকে বাঁচতে সিয়াচেনে ২৪ ঘণ্টা মোতায়েন থাকে বরফাবৃত পাহাড় জঙ্গলে যুদ্ধ করতে সক্ষম ভারতীয় সেনার বিশেষ বাহিনী ‘লাদাখ স্কাউট’।
সবসময় শূন্যের নিচে থাকা এই অঞ্চলের প্রতিকূল পরিস্থিতিতে মাঝে মাঝে ঘটে দুর্ঘটনাও ঘটে তাতে এখনও অবধি প্রাণ হারিয়েছেন সেনার বহু বীর জওয়ান। এবারে সেইরকমই একটি ঘটনা নিয়ে বলিউড বানাতে চলেছে ছবি। আশ্বিনী আইয়ার তিওয়ারী, নিতেশ তিওয়ারী এবং সিনেমা নির্মাতা মহাবীর জৈন মিলে বানাতে চলেছেন এই ছবি। ছবিতে ৩রা ফেব্রুয়ারী, ২০১৬ য়ের সিয়াচেন হিমবাহ দুর্ঘটনা,যাতে ভারতীয় সেনার দশজন সৈনিক হারিয়ে যান ।
পরে তাদের উদ্ধার করেন সেনা জওয়ানরা। ভূমি থেকে এত কম তাপমাত্রা এবং কম অক্সিজেনে অতন্দ্র প্রহরায় থাকা সৈনিকদের প্রতিদিনের জীবনযুদ্ধ নিয়ে বানানো এই ছবিতে চিত্রনাট্যকার হিসেবে থাকছেন সঞ্জয় শেখর শেট্টি। তার সাথে ‘দঙ্গল’, ‘ছিছোরে’র মত ছবির চিত্রনাট্যকার পীযুষ গুপ্তও থাকছেন সহ চিত্রনাট্যকার হিসেবে ।
ছবির প্রয়োজকরা জানালেন এই ছবির মাধ্যমে তারা সিয়াচেনে মোতায়েন থাকা সেনা কর্মীদের শ্রদ্ধা জানাতে চান। সে সঙ্গে তারা দেশের মানুষের কাছেও এই প্রতিকূল পরিস্থিতিতে থাকা মানুষদের সাধারণ জীবন-যাপনের কাহিনি দেশের সকল মানুষকে জানাতে চান। যাতে প্রতিটি দেশবাসী উদ্বুদ্ধ হতে পারে দেশাত্মবোধের আলোয় ।