আফ্রিকায় (Africa) বিরামহীন জিহাদি আক্রমণ চলছে। গতকাল নাইজার (Niger) ও মালির (Mali) সীমান্তে ভয়াবহ আক্রমণ চালায় বোকো হারাম(Boko Haram) জিহাদিরা।অবশ্যই আক্রমণের লক্ষ্য ছিল খ্রিস্টান(Christian)।
এই আক্রমণের ফলে ৩০ জন সাধারণ নিরীহ মানুষ সহ নিহত হয়েছে ৪৭ জন। আক্রমণ স্থলটি ছিল বুরকিনা ফাসো।নাইজার ও মালির সেনা যৌথ অপারেশন আবারো শুরু করেছে কুখ্যাত ইসলামী জিহাদি গোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে।
প্রসঙ্গত আফ্রিকাকে খ্রিষ্টান শূন্য করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সন্ত্রাসবাদী সংগঠনগুলো।
প্রসঙ্গত , বিভিন্ন জিহাদি গোষ্ঠী , যেমন , আল সাবাব , বোকো হারাম , আলকায়দা , ইসলামিক স্টেট ও ইসলামিক স্টেট অফ ওয়েস্ট আফ্রিকান প্রভিন্স এর আক্রমণে গত বছর ক্যামেরুন এই মৃত্যু হয়েছে সরকারি হিসাব অনুসারেই ২৩৪ জনের।
সরকারি হিসাব অনুযায়ী ওই গতবছরই বিভিন্ন জঙ্গি হানায় নাইজেরিয়াতে মৃত্যু হয়েছে ১০০ জনের।
তবে বেসরকারি সূত্র বলছে সরকারি পরিসংখ্যার অন্তত তিনগুন মানুষ মারা গিয়েছে ইসলামী জঙ্গিদের আক্রমণে ওই দেশগুলিতেই।