বড়সড় বিপদ থেকে রক্ষা| মহারাষ্ট্রের (Maharashtra) রায়গড়ের (Raigarh) কাছে মান্ডওয়া (Mandawa) এবং কাসার (Casa) মাঝে উল্টে গেল যাত্রীবোঝাই একটি নৌকা| সৌভাগ্যবশত এই ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই| নিরাপদেই উদ্ধার করা হয়েছে ৮০ জন যাত্রীকে| শনিবার সকাল ৯.৩০ মিনিট নাগাদ মান্ডওয়া ও কাসার মাঝে আরব সাগরে উল্টে যায় একটি নৌকা| জলে ভাসমান কোনও বস্তুতে আঘাত করার পরই নৌকাটি উল্টে যায়|
ওই নৌকায় মোট ৮০ জন যাত্রী ছিলেন| স্পিড বোট এবং অন্যান্য বোটের সাহায্যে প্রত্যেককেই নিরাপদে উদ্ধার করা হয়েছে| দুর্ঘটনাগ্রস্ত ওই নৌকাটি অজন্তা কোম্পানির (Ajanta Company)| মহারাষ্ট্র (Maharashtra) মেরিটাইম বোর্ডের প্রধান বন্দর অফিসার সঞ্জয় শর্মা জানিয়েছেন, অজন্তা কোঅপারেটভি সোসাইটির ১০০টিরও বেশি বোট রয়েছে, তাঁরাই বেশ কয়েকটি বোট পাঠিয়ে ৮০ জন যাত্রীকে উদ্ধার করেছে|