বিজেপির মশাল মিছিলকে ঘিরে ফের উত্তেজনা ছড়াল কলকাতায়। মুরলিধর সেন লেন থেকে বেরতেই করোনার ‘দোহাই’ দিয়ে তা আটকে দেয় পুলিশ। ঘটনায় ক্ষিপ্ত বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি হয় কিছুক্ষণ। এরপ্রই বিজেপির ৮ কর্মীকে গ্রেফতার করে পুলিশ।
৯ আগস্ট থেকে সপ্তাহব্যাপী বাংলা বাঁচাও সপ্তাহ উদযাপন কর্মসূচি শুরু করেছে বিজেপি। সেই উপলক্ষ্যেই এদিন মশাল দৌড়ের আয়োজন করে বিজেপি। কিন্তু অভিযোগ, মিছিল শুরু হওয়ার আগেই করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে তা আটকে দেয় পুলিশ।
কার্যত দলীয় দফতর থেকে বেরিয়ে গলিও পার করতে পারেননি বিজেপি কর্মীরা। পুলিশের ব্যারিকেড তা রুখে দেয়। এরপরই রাস্তায় বসে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। রয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি পর্যন্ত এই মিছিলের গন্তব্য হলেও শুরুর আগেই তা থেমে যায়।
এই প্রসঙ্গে কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র মীনাদেবী পুরোহিত বলেন, ‘পুলিশ যেটা করল একদমই ঠিক হল না। আমরা পার্টি অফিস থেকেই বেরোতেই পারলাম না। আমরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করতে চেয়েছিলাম। সব দলেরই আন্দোলন করার অধিকার রয়েছে। গণতন্ত্রের হত্যা করা হচ্ছে’।