অমিত শাহের মিছিলে যাওয়ার পথে শাসকের হাতে আক্রমণের অভিযোগ বিজেপি কর্মীদের

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন করেছেন কেন্দ্র থেকে রাজ্য সকল স্তরের বিজেপি (BJP) নেতারাই। রাজ্য জুড়ে বিজেপি (BJP) কর্মীদের উপর নানাভাবে অত্যাচার করছে শাসকদলের কর্মী নেতারা। বিগত নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি (BJP) কর্মী নিহত ও আহত হওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন তারা একাধিক বার ।

এমনকি রাজ্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিজেপি (BJP) সাংসদেরা দেখা করছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে। বিজেপি (BJP) কর্মীদের নিজেদের মত প্রকাশে বাধা দেওয়ার যে অভিযোগ করে থাকেন বিজেপি (BJP) নেতারা,সেই একই ছবি দেখা যায় হুগলির শ্রীরামপুরে (Serampore Hooghly) ।

রবিবার অমিত শাহের (Amit Shah) সভায় যাওয়ার পথে বিজেপি (BJP) কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে । ঘটনাটি ঘটেছে হুগলির জাঙ্গিপাড়া ব্লকের বাহানা গ্রাম এলাকায় ।

ঘটনায় বাস ভাঙচুর ও বিজেপি (BJP) কর্মীদের মারধর করা হয় বলে জানান আক্রান্ত কর্মীরা। সূত্রের খবর বেধড়ক মারধরে আহত হন ২২ জন বিজেপি (BJP) কর্মী ।

আহতদের প্রথমে জাঙ্গিপাড়া গ্রামীণ হাসপাতালে আনা হয়। পরে আট জনের অবস্থা গুরুতর হওয়ায় শ্রীরামপুর (Serampore ) ওয়ালশ হাসপাতালে পাঠানো হয়েছে। বিজেপির (BJP) অভিযোগ তৃণমূল কংগ্রেস চালিয়েছে ।

যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। তৃণমূলের দাবি বাসে বিজেপি (BJP) কর্মীরা নিজেরাই নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পরে। নিজেরা মারপিট করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.