দলে নতুন সদস্য যোগ করতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে ভারতীয় জনতা পার্টি। জায়গায় জায়গায় ক্যাম্পেন করা হয়েছে। আর তার ফলে বিজেপিতে সদস্য সংখ্যা বেড়ে হয়েছে কয়েক কোটি। দেশ জুড়ে অন্তত ২০ শতাংশ সদস্য বাড়ানোর টার্গেট নিয়েছিল বিজেপি। সাম্প্রতিক তথ্যে জানা গিয়েছে বিজেপি নতুন সদস্যের সংখ্যা বেড়ে ৩.৮ কোটি।
কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করার পরই বিজেপিতে সদস্য সংখ্যা হু হু করে বাড়তে থাকে। তাই মোদী সরকারের এই সিদ্ধান্তের একটা প্রভাব আছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবার সেই রেকর্ডকেও ভেঙে দিল বিজেপি। বিজেপির সদস্য সংখ্যা দাঁড়াল ১৮ কোটি। তথ্য বলছে দেশজুড়ে মোট ১১ কোটি সদস্য সংগ্রহ করেছিল বিজেপি। কিন্তু সম্প্রতি দেশজুড়ে বিজেপি-র সদস্য সংখ্যা দাঁড়াল ১৮ কোটি৷ তবে সবথেকে চমক দেখিয়েছে বাংলা।
বিজেপি-র কার্যকরী সভাপতি জগত প্রকাশ নাড্ডা জানিয়েছেন, বাংলায় লক্ষ্য ছিল ১০ লাখ নতুন সদস্য করা, এখনও পর্যন্ত নতুন সদস্য হয়েছেন ৮০ লাখেরও বেশি৷ কিছুদিনের মধ্যেই তা এক কোটি ছুঁয়ে ফেলবে বলে দাবি তাঁর। ইতিমধ্যে চিনের কমিউনিস্ট পার্টিকে পিছনে ফেলে বিশ্বের সবথেকে বেশি সদস্যের দল হয়েছে বিজেপি৷ আর এবার সেই রেকর্ডকেও ভেঙে দিয়েছে। নাড্ডা জানিয়েছেন, বিশ্বে শুধুমাত্র সাতটি দেশ আছে, যাঁদের নাগরিকসংখ্যা বিজেপির সদস্যসংখ্যা থেকে বেশি৷
দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির কার্যকরী সভাপতি জানিয়েছেন, দলের গঠনতন্ত্র ২০ শতাংশ নয়া সদস্য যোগ করতে হয়। আর সেজন্যে এবার ২ কোটী ২০ লক্ষ সদস্য তৈরি করার টার্গেট নেওয়া হয়েছিল। কিন্তু সেই টার্গেট ফুলফিল হয়ে তিনগুণ হয়ে গিয়েছে বলে দাবি করেছেন নাড্ডা। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ৫ কোটি ৮১ লাখ ৩৪ হাজার ২৪২ জন অনলাইনে সদস্য হয়েছেন৷ এটা একটা রেকর্ড৷ অফলাইনে ৬২ লাখ ৩৪ হাজার ৯৬৭ জন সদস্য হয়েছেন৷
যেখানে সার্ভার কমজোর ছিল বা মিসড কলকে ডিজিটালি ক্যাপচার করা যায়নি, সেগুলিকে এখন ডিজিটালি ক্যাপচার করা হচ্ছে৷ ওই সংখ্যাটা মেলানো হলে নতুন সদস্যসংখ্যা সাত কোটির মতো হয়ে যাবে৷ আগে বিজেপি-র সদস্যসংখ্যা ছিল ১১ কোটি, এখন নতুন সাত কোটি তার সঙ্গে যুক্ত হলে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে ১৮ কোটি, এমনটাই জানিয়েছেন বিজেপির কার্যকরী সভাপতি। যা কিনা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহালমহল।