শহরে দিনের বেলায় চলল গুলি৷ আহত এক যুবক৷ ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে৷ পলাতক দুস্কৃতীরা৷ তদন্তে নেমেছে পুলিশ৷
সোমবার সকাল ৯টা ৫০মিনিট৷ হঠাৎ গুলির শব্দে কেপে উঠল এলাকা৷ স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে দেখেন রাস্তার ওপর লুটিয়ে আছে এক যুবক৷ শরীর থেকে রক্ত ঝড়ছে৷ কারণ গুলিতে এফোঁড়- ওফোঁড় হয়ে গিয়েছে তার বুক৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ রাস্তা থেকে তাকে উদ্ধার করে পাঠানো হয় এসএসকেএম হাসপাতালে৷
বিজেপির দক্ষিণ ২৪ জেলা সভাপতি অভিজিৎ দাসের দাবি, গুলিবিদ্ধ বীরবাহাদুর সিংহ তাদের কর্মী৷ বিজেপি র নমো এগেইন এর সদস্য ও রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস)-এর কর্মী৷ এর আগেও তাকে মারধর করা হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল৷ অভিযোগের তীর এক প্রোমোটারের বিরুদ্ধে৷ ওই প্রোমোটার স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ৷ সে সময় মেটিয়াবুরুজ থানায় অভিযোগ করা হয়েছিল৷ কিন্তু তারপর পুলিশ আর কোনও ব্যবস্থা নেয়নি৷
সূত্রের খবর, গুলিবিদ্ধ বীরবাহাদুর সিংহ মেটিয়াবুরুজ এলাকায় একটি বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া রয়েছেন৷ বছর খানেক আগে থেকে তাকে বাড়ি ছাড়তে বলা হচ্ছে৷ এই নিয়ে বাড়িওয়াল এবং প্রোমোটারের সঙ্গে তাঁর ঝামেলা চলছে৷ পুলিশের প্রাথমিক অনুমান, বাড়িওয়ালা-ভাড়াটে সংঘাত থেকে এই ঘটনা ঘটতে পারে৷ তবে এর পেছনে অন্য কোনও কারন আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে৷
মেটিয়াবুরুজ থানা এলাকার লিচু বাগানের বাসিন্দা বীরবাহাদুর সিংহ৷ বয়স ২৯ বছর৷ পেশায় স্থানীয় একটি স্কুলের কম্পিউটার প্রশিক্ষক৷ সোমবার সকাল ১০ টা নাগাদ অন্যান্য দিনের মত হেঁটে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলেন৷ তখন তাকে কাছ থেকে দুষ্কৃতীরা করে পালিয়ে যায়৷ সেই গুলি পিঠ দিয়ে ঢুকে বীরবাহাদুরের হৃদপিণ্ডের দেড় ইঞ্চি নীচ দিয়ে বেরিয়ে যায়৷ ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচ থানা এলাকার মসজিদ তালাও এলাকায়৷