গত বছর কর্ণাটকে বিধানসভা নির্বাচনে অল্পের জন্য ক্ষমতায় আসতে পারেনি বিজেপি। বৃহস্পতিবার ভোট গণনা শুরুর পরে দেখা যায়, রাজ্যে ২৮ টি লোকসভা আসনের মধ্যে তারা ২৩ টিতে এগিয়ে। রাজ্যে শাসক কংগ্রেস ও জনতা দলের জোট এগিয়ে আছে মাত্র পাঁচটি আসনে।
গত কয়েক মাস ধরে দুই দলের মধ্যে মতবিরোধ পৌঁছেছে চরমে। এবার যদি সত্যি ওই জোট বিপর্যয়ের মুখে পড়ে, বিরোধ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে সরকার পড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন শাসক দলের নেতারাই।
কর্ণাটকে শাসক জোট বহুদিন ধরে অভিযোগ করেছে, বিজেপি তাদের সরকার ফেলে দিতে চায়। সেজন্য ক্রমাগত দলের বেশ কয়েকজন বিধায়ককে ভাঙানোর চেষ্টা হচ্ছে। কংগ্রেসের অভিযোগ, জেডি এস গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। দু’দিন আগেই কংগ্রেস নেতা রোশন বেগ তাঁর দলের নেতাদেরই ভাঁড় বলেছিলেন। জোট নেতারাই আশঙ্কা করছেন, তাঁরা যদি ১০ টার কম আসন পান, তাহলে সরকার বাঁচানো সম্ভব হবে না।