আসন্ন লোকসভা নির্বাচনে ১৮২ টি আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। আজ সন্ধ্যে সাতটায় দিল্লির কেন্দ্রীয় দফতরে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করেন বিজেপি নেতা জে পি নাড্ডা। উত্তর প্রদেশের বারাণসী থেকে নরেন্দ্র মোদী, গাঁধীনগর থেকে অমিত শাহ, লখনৌ থেকে রাজনাথ সিংহ এবং নাগপুর থেকে বিজেপির প্রার্থী হলেন নীতিন গডকড়ি।
এ রাজ্যের মোট ২৭ টি আসনে বিজেপির প্রার্থী ঘোষণা করা হয়। মেদিনীপুর থেকে দিলীপ ঘোষ, ঘাটাল থেকে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। প্রত্যাশা মতোই বিষ্ণুপুর থেকে প্রার্থী হয়েছেন সৌমিত্র খাঁ। কোচবিহারে প্রার্থী হয়েছেন নিশিথ প্রামাণিক, জলপাইগুড়ি থেকে প্রার্থী হয়েছেন আদিবাসী নেতা জন বারলা, রায়গঞ্জ থেকে প্রার্থী হয়েছেন দলের রাজ্য সাধারন সম্পাদক দেবশ্রী চৌধুরী। দলের আরেক সাধারন সম্পাদক সায়ন্তন বসু প্রার্থী হয়েছেন বসিরহাট থেকে। মালদা উত্তর থেকে প্রার্থী হয়েছেন সিপিএমের প্রাক্তন বিধায়ক খগেন মুর্মু। শ্রীরামপুর থেকে প্রার্থী করা হয়েছে যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকারকে। হুগলী থেকে এবারের প্রার্থী লকেট চ্যাটার্জি। যাদপুর আসন থেকে তৃণমূল ত্যাগী অধ্যাপক অনুপম হাজরাকে প্রার্থী করেছে। বীরভূম আসন থেকে দলের সাংগঠনিক নেতা দুধকুমার মন্ডলকে প্রার্থী করেছে দল। কৃষ্ণনগর আসনে ভারতের ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক কল্যাণ চৌবেকে প্রার্থী করা হয়েছে। দমদমে প্রার্থী করা হয়েছে রাজ্য বিজেপির মুখ তথা প্রাক্তন বিধায়ক শমীক ভটাচার্যকে।