এগিয়ে বিজেপি-শিব সেনা, মহারাষ্ট্রে উড়ছে গেরুয়া আবীর

সমীক্ষাতেই উঠে এসেছিল মহারাষ্ট্রে নিশ্চিন্তে জয় আসবে বিজেপি ও শিব সেনা জোটের। দিনের শুরু থেকেই সেইদিকে এগোচ্ছে নির্বাচনের ফলাফল। অনেক আসনেই এগিয়ে আছে এই জোট। ২৮৮ টি আসনের মহারাষ্ট্র নির্বাচনের গণনা চলছে।

২১ অক্টোবত ভোট ছিল মহারাষ্ট্রে। প্রার্থী সংখ্যা ৩,২৩৭। এর মধ্যে ২৩৫ জন মহিলা। প্রথম পর্বে এগিয়ে আছেন শিব সেনার আদিত্য ঠাকরে, বিজেপির রাধাকৃষ্ণ ভিখে-পটেল, নীতেশ রানের মত উল্লেখযোগ্য প্রার্থীরা।

এবার নির্বাচনে ১৬৪টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। শিব সেনা ১২৪টি আসনে লড়ছে। কংগ্রেস লড়ছে ১৪৭টি আসনে ও এনসিপি লড়ছে ১২১ আসনে। ১০১টি আসনে লড়ছেন এমএনএস।

সকাল ১০ টা পর্যন্ত গণনায় ১১০টি আসনে এগিয়ে বিজেপি, শিব সেনা এগিয়ে ৬৬টি আসনে। অন্যদিকে, কংগ্রেস এনসিপি জোট এগিয়ে ৭৬টি আসনে।

লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের ৪৮টি আসনে বিজেপি-শিব সেনা জোট পেয়েছে ৪২টি আসন।

কংগ্রেস-এনসিপি জোট তিনটি বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ছিলল ২০১৪-তে বিজেপি ও শিব সেনা তাদের হারিয়ে দেয়।

কংগ্রেস-এনসিপি জোট তিনটি বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ছিলল ২০১৪-তে বিজেপি ও শিব সেনা তাদের হারিয়ে দেয়। ফলাফলের পরই বিজেপি ও শিব সেনা একে অপরের হাত ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.