আরএসএস কর্মী খুনের ঘটনায় রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ। কৈলাশ বিজয়বর্গী দাবি করেছেন, দ্রুত মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিৎ। এবার খোদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ হতে চলেছে রাজ্য বিজেপি।
জানা গিয়েছে, রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির প্রশ্ন তুলে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাবে বিজেপি। ১৫ অক্টোবর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে সময় চেয়েছেন তাঁরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে রাজ্য বিজেপির প্রতিনিধিদল দেখা করবেন রাষ্ট্রপতির সঙ্গে। সেখানে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির প্রশ্ন তুলে অভিযোগ জানাবেন তাঁরা।
বৃহস্পতিবার প্রতিবেশীরা বাড়ির ভিতর থেকেই দেহগুলি উদ্ধার করেন৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে৷
প্রাথমিক তদন্তে অনুমান এই তিনজনকেই কোনও ধারাল অস্ত্রের সাহায্যে খুন করা হয়েছে৷ স্ত্রী বিউটি পাল গর্ভবতী ছিলেন বলে সূত্রের খবর৷
যে অস্ত্র দিয়ে আরএসএস কর্মীর পরিবারকে খুন করা হয়েছে, তা উদ্ধার করেছে পুলিশ৷ সূত্রের খবর ওই মৃত আরএসএস কর্মী পেশায় স্কুল শিক্ষক ছিলেন৷ গত ২০ বছর ধরে মুর্শিদাবাদের গোঁসাইগ্রাম সাহাপাড়া প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছেন তিনি৷
পুলিশ জানিয়েছে আদতে সাহাপুরের বাসিন্দা হলেও, ছেলের পড়াশোনার জন্য ওই পরিবার পরে মুর্শিদাবাদে চলে আসে৷ কোনও বিবাদের জেরে এই খুন কীনা তা খতিয়ে দেখছে পুলিশ৷ তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কোনও শত্রুতা ওই পরিবারের কারোর সঙ্গে ছিল না৷ তবে খুব নির্মম ভাবে ওই পরিবারকে হত্যা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷
শুক্রবার সকালে ট্যুইট করে অপর্ণা লেখেন, ‘পশ্চিমবঙ্গে আরএসএস কর্মীর গভর্বতী স্ত্রী ও সন্তানকে খুন করা হয়েছে। এই নৃশংস ঘটনার কারণ যাই হোক না কেন, এটা আমাদের কাছে লজ্জার। ম্যাডাম সিএম! দয়া করে রাজনীতির রঙ না দেখে ন্যয়বিচারের ব্যবস্থা করুন। পশ্চিমবঙ্গের প্রত্যেক নাগরিকের দায় আপনার। আপনি সবার মুখ্যমন্ত্রী!’