নাগরিকত্ব সংশোধনী বিল বিরোধিতায় আন্দোলনে জ্বলছে অসম থেকে ত্রিপুরা। তার আঁচ এসে লেগেছে বাংলাতেও। গত শুক্রবার থেকেই একের পর এক বিক্ষোভের খবর এসেছে দক্ষিণবঙ্গের নানা প্রান্ত থেকে। হিংসার খবর এসেছে মুর্শিদাবাদের বেলডাঙা থেকে হাওড়ার উলুবেড়িয়ায়। শুক্রবার, শনিবারের পর আজ রবিবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে কার্যত বিক্ষোভ-আন্দোলন অব্যাহত। দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে মুর্শিদাবাদ। এই অবস্থায় বিজেপি কার্যালয়ে হামলা চালাল একদল দুষ্কৃতী। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
যদিও এই ঘটনার সঙ্গে কে কারা জড়িত তা এখনও জানা যায়নি। তবে দুষ্কৃতীরা গোটা বিজেপি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলে জানা গিয়েছে। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বিজেপি অফিস।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বহরমপুরের বৈরাগীতলা মোড়ে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, বিরোধীরাই এই কাজ করেছে। তবে এখনও পর্যন্ত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধীরা এই তাণ্ডব চালিয়েছে কিনা তা এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি। বিজেপির তরফেও এই বিষয়ে কিছু অভিযোগ করা হয়নি। তবে স্থানীয় থানায় এই ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে বিজেপির তরফে।
জানা গিয়েছে, এদিন সকালে বিজেপি কার্যালয়ে বিধ্বংসী আগুন জ্বলতে দেখেন স্থানীয় মানুষজন। এরপরেই খবর দেওয়া হয় দমকলে। যদিও কিছুক্ষণের মধ্যেই স্থানীয় মানুষজন হাত লাগিয়ে আগুন নিভিয়ে দেওয়ার কাজ করে। খবর দেওয়া হয় স্থানীয় বিজেপি নেতৃত্বকেও। ঘটনাস্থলে তারা এসে দেখেন কেউ বা কারা তাদের কার্যালয় জ্বালিয়ে দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে।
উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই উত্তেজনা রাজ্যের সর্বত্র। বিশেষ প্রভাব পড়েছে মুর্শিদাবাদে। যদিও বারবার সবাইকে শান্ত থাকার আবেদন জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবেদন জানিয়েছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও।