গৃহহীন মানুষদের শীতের দাপট থেকে মুক্তি দিতে রাতের অন্ধকারে রাস্তায় হাজির হলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। খড়গপুরে তিনি উপস্থিত ছিলেন না ২৫শে ডিসেম্বর তারিখে। ওইদিন ‘ভারতরত্ন’ প্রাপ্ত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন থাকার কারণেই তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে, পরের দিন তিনি অন্যইভাবে উৎসর্গ করলেন তারিখটিকে। যা তাঁর সমাজসেবী মনোভাবকে আরও প্রকাশ্যে আনল।
তিনি রাতের অন্ধকারে খড়গপুর স্টেশনে ও স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছে যান। সেখানে তিনি দেখতে পাবেন একাধিক , যাঁরা শীতের দাপটের মাঝেও খোলা আকাশকেই ছাদ বানিয়ে নিয়েছেন, নিরুপায় হয়ে। রাত ১০-১১টা নাগাদ তিনি সেখানে পৌঁছে সেই গৃহহীন মানুষদের হাতে কম্বল তুলে দিলেন।
এই প্রসঙ্গে তিনি বললেন, “খড়গপুর শহর যখন পাঁচ-পাঁচবার জলে ডুবে গিয়েছে, তখনও আপনারা দেখেছেন, আমি জলে দাঁড়িয়ে অসহায় মানুষকে ত্রাণ দিয়েছি। এদিনও, আমরা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা এই দেশের ‘গর্ব’ ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী-র জন্মদিবস উপলক্ষে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ালাম”।