ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল চাঁদের হাট!
সেনা ট্যাঙ্কে চড়ে বসলেন কেন্দ্রীয় বিজেপির তরফে বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়। সঙ্গে সল্টলেকের প্রাক্তন মেয়র তথা রাজারহাটের বিধায়ক সব্যসাচী দত্ত।
না না! সত্যি সত্যি যুদ্ধক্ষেত্র নয়। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল চলছে কলকাতায়। শুক্রবারই শেষ দিন। এদিনই সায়েন্স সিটিতে গিয়েছিলেন বিজেপি নেতারা। কৈলাস, সব্যসাচীর সঙ্গে ছিলেন মুকুল রায়ও। ডিআরডিওর স্টল ঘুরে, নানান খুঁটিনাটি জানার পর দুই বিজেপি নেতাকে দেখা যায় ডিআরডিওর বানানো অর্জুন ট্যাঙ্কের উপর চড়তে। তবে মুকুলবাবু ট্যাঙ্কের উপর ওঠেননি।
মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হয়েছে বিজ্ঞানের মহাযজ্ঞ। বিশ্ববাংলা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, সায়েন্স সিটি-সহ মোট পাঁচটি জায়গায় চলছে এই উৎসব। নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেস্টিভ্যালের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ-বিদেশের বিজ্ঞানী, গবেষকদের হাট বসেছে শহরে।
বিজেপি নেতারা বলছেন, এটা সরকারি অনুষ্ঠান। যে কেউ এখানে আসতে পারেন। কোনও বাধা নেই। তাঁরা জানিয়েছেন, আমন্ত্রণ ছিল বলেই গিয়েছেন। যদিও ঘরোয়া আলোচনায় অনেকেই বলছেন, বাংলায় উৎসবের রাজনীতিকরণ তো নতুন নয়। সে তো বাম আমল থেকে হয়ে আসছে। একটা সময় ছিল জেলায় জেলায় বড় বইমেলা হোক বা সরকারি ছাত্র-যুব উৎসব সবটাই সিপিএমের জেলা বা জোনাল কমিটিতে সিদ্ধান্ত করে হত। তৃণমূল আমলেও সেই ধারায় কোনও বদল হয়নি। বরং উৎসবের বহর বেড়েছে। যার সবেতেই মূল মাথা শাসক দলের নেতারা। সেখানে এমন সমালোচনা হওয়াটা যুক্তিহীন।