২৪ টি আসনের নির্বাচনের মধ্যে বিহার বিধান পরিষদের প্রধান বিরোধী দল আরজেডির এগিয়ে রয়েছে এনডিএ জোটের থেকে। ১৭ টি আসনের ফলাফল জানা যায়, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত। এখনও পর্যন্ত শাসক জোট জিতেছে ১১ টিতে। ওদিকে, চারটি আসন পেয়েছে আরজেডি, দুটি আসন পেয়েছে নির্দল প্রার্থীরা।
শাসক জোটের মধ্যে থেকে বিজেপি পেয়েছে ৬ টি, জেডিইউ ৪, আরএলজেপি পেয়েছে ১ টি। অন্যদিকে, এনডিএ জোটের পক্ষ থেকে বিজেপি ১২, আরএলজেপি ১ টি, জেডিইউ ১১ টি। অন্যদিকে, কংগ্রেস গতবার একটি আসনে জয়লাভ করেছিল। এবার সেই তুলনায় একটি আসন বেশি পেয়েছে কংগ্রেস।
এখানে জানিয়ে রাখি, একটা সময় বিধান পরিষদ ছিল পশ্চিমবঙ্গেও। সাতের দশকে যুক্তফ্রন্ট ক্ষমতায় এসে এটির অবলুপ্তি ঘটিয়ে ফেলে। এখনও পর্যন্ত বিধান পরিষদ রয়েছে দেশজুড়ে ছয়টি রাজ্যে। সেগুলি হল মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা ও বিহার।