‘যে মুসলিমদের একাধিক স্ত্রী, তাদের বিরুদ্ধে বিজেপি’। স্পষ্ট জানিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সাংসদ বদরুদ্দিন আজমলকে কটাক্ষ করে অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন এআইইউডিএফের নেতার মতে মহিলারা ২০-২৫টি সন্তানের জন্ম দিতে পারেন। কিন্তু তাদের ভবিষ্যতের খরচ, জামাকাপড়, শিক্ষা সবকিছু তাঁকেই বহন করতে হবে।
এ আই ডি ইউ এফ প্রধান বদরুদ্দিন আজমল বলেছিলেন, ২০ থেকে ২৫ টি সন্তানের জন্ম দিতে পারে একজন মহিলা। তাই জনসংখ্যা বৃদ্ধি করার জন্য হিন্দুরাও মুসলিমদের মতো কম বয়সে বিয়ে করুক। বদরুদ্দিনের এই মন্তব্যে তীব্র বিতর্ক শুরু হয়।
তারই পাল্টা দিয়ে হিমন্ত বলেন, ‘স্বাধীন ভারতে আগেরজনকে ডিভোর্স না দিয়ে তিন-চারটি বিয়ে করার কোনও অধিকার নেই। আমরা এই সিস্টেমকে বদলাতে চাই। মুসলিম নারীদের ন্যায় বিচার দিতে আমরা কাজ করে যাব। হিন্দু পরিবার থেকে অসমে যদি কেউ ডাক্তার হন, তাহলে মুসলিম পরিবার থেকেও হওয়া উচিত। এরকম অনেকেই ভাবেন না। অনেকেই আছেন মুসলিম ভোট হারানোর ভয় পান’।
হিমন্ত বিশ্বশর্মা সাফ জানিয়ে দিয়েছেন, আমি বার বার বলছি আমাদের নারীরা ২০-২৫টি সন্তান প্রসব করতে পারেন কিন্তু তাদের খাবার, জামাকাপড়, শিক্ষা সহ অন্যান্য খরচ সব আজমলকে দিতে হবে। তাহলে আমাদের কোনও সমস্যা নেই। সুগন্ধী ব্য়বসায়ী তথা সাংসদ যদি সন্তানদের ভরনপোষন না করেন তবে তাঁর সন্তান প্রসব নিয়ে লেকচার দেওয়ার কোনও অধিকার নেই’।