ফেব্রুয়ারির ৮ তারিখ দিল্লি বিধানসভা নির্বাচন ২০২০। নির্বাচনী প্রচার শেষ হতে আর হাতে তিনদিন বাকি। ঠিক তার আগেই প্রায় ২৪০ জন সাংসদ দিল্লির বস্তিতে গিয়ে থাকবেন এবং সময় কাটাবেন সেখানকার মানুষদের সঙ্গে, এমনটাই জানা গিয়েছে ভারতীয় জনতা পার্টি সূত্রে। রাজধানীতে ক্ষমতা ধরে রাখতে এবার গরীব অঞ্চলগুলিতে প্রচার চালাবে বিজেপি।
মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির সভাপতি জে পি নাড্ডা সংসদীয় বৈঠকে এমণ ঘোষণা করেছেন, এমনটাই জানা গিয়েছে দলীয় সূত্রে।
বিজেপির ২৪০ জন সাংসদ শেষ তিনদিনের প্রচারে সেখানেই সময় কাটাবেন। এই এলাকাগুলি মূলত গরীব অধুষ্যিত, এমনটাই জানিয়েছেন সভাপতি নাড্ডা। তিনি মনে করেন যে বিজেপি বিধানসভা নির্বাচনে অবশ্যই জয়লাভ করবে।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব জে পি নাড্ডাকে অভ্যর্থনা জানিয়েছেন। প্রথমবার সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রথম দলীয় বৈঠক সারলেন তিনি।
ফেব্রুয়ারির ৮ তারিখ দিল্লি বিধানসভা নির্বাচন ২০২০। নির্বাচনের তিনদিনের মাথায় অর্থাৎ ফেব্রুয়ারির ১১ তারিখ নির্বাচনের ফলাফল। শেষ মুহূর্তের প্রস্তুতিতে নির্বাচনী প্রচার শেষ হবে ফেব্রুয়ারির ৬ তারিখ।
আম আদমি পার্টির সমর্থনের মূল উৎস গরীবরাই। আপের শক্তিশালী ক্ষেত্রকে নড়বড়ে করে রাজধানীতে ক্ষমতা ধরে রাখার শেষমুহুর্তের কৌশলী প্রচেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি।
শেষমুহুর্তের কৌশলী প্রচেষ্টায় বিজেপির শীর্ষনেতৃত্ব অংশগ্রহণ করবেন বলেই জানা গিয়েছে। কেজড়িওয়ালকে ক্ষমতাচ্যুত করতে কেন্দ্রীয় থেকে রাজ্যস্তরের বিজেপির হেভিওয়েট নেতাদের গরীবদের সঙ্গে এই প্রচারে দেখা যাবে।