বংশ পরম্পরা ও পরিবারতন্ত্রের কোনও স্থান নেই ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে| অন্যান্য সমস্ত রাজনৈতিক দল বংশ পরম্পরার ভিত্তিতে চলে, শুধুমাত্র বিজেপিই (BJP) একমাত্র রাজনৈতিক দল যেখানে দলই পরিবার| শনিবার বিহারের রাজধানী পাটনায় বিজেপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত্ প্রকাশ নাড্ডা| নাড্ডা এদিন বলেছেন, ‘দেশে প্রায় ২,৫০০ রাজনৈতিক দল রয়েছে| ৫৯টি রাজনৈতিক দল রাজ্য স্তরে নির্বাচন কমিশনের মান্যতা পেয়েছে, ৭টি দল জাতীয় স্তরে স্বীকৃতি পেয়েছে| অন্যান্য সমস্ত রাজনৈতিক দল বংশ পরম্পরার ভিত্তিতে চলে, শুধুমাত্র বিজেপিই একমাত্র রাজনৈতিক দল যেখানে দলই পরিবার|’
৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তি প্রসঙ্গ টেনে এনে কংগ্রেসকে আক্রমণ করে জে পি নাড্ডা (J. P. Nadda) বলেছেন, কংগ্রেস একাধিকবার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় এসেছিল, কিন্তু অনুচ্ছেদ ৩৭০ রদ করার সাহস কখনও দেখায়নি| আপনারা ৩৭০ জন সাংসদের সঙ্গে নরেন্দ্র মোদীকে পুনরায় ক্ষমতায় এনেছেন| এক ধাক্কাতেই ৩৭০ অনুচ্ছেদকে তিনি রদ করে দিয়েছেন| জে পি নাড্ডা আরও বলেছেন, আগে জম্মু (Jammu) ও কাশ্মীরে (Kashmir) বাল্মীকির কোনও ছেলে সরকারি চাকরিতে যোগ দিতে পারতেন না| যদি তিনি যোগ দিতে পারতেন, তাহলে শুধুমাত্র সাফাই কর্মচারী হিসেবে| অনুচ্ছেদ ৩৭০ এবং ৩৫ এ বিলুপ্তির পর বাল্মীকির ছেলেও বিচারক, চিকিত্সক, অফিসার এবং ইঞ্জিনিয়ার হতে পারবেন|
জে পি নাড্ডার কথায়, মনমোহন সিং, লালকৃষ্ণ আডবাণী এবং আই কে গুজরাল পশ্চিম পাকিস্তান থেকে ভারতে এসে প্রধানমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী হয়েছিলেন| কিন্তু, সেখান থেকে জম্মু (Jammu) ও কাশ্মীরে (Kashmir) বসবাসকারী কোনও কাউন্সিলর নির্বাচনে লড়তে পারেননি| এর জন্য ৩৭০ অনুচ্ছেদই দায়ী ছিল| ৩৭০ বিলুপ্তির পর, স্বাধীনতার পর প্রথমবারের জন্য জম্মু ও কাশ্মীরে বিডিসি নির্বাচন হয়েছিল| ৩১০ আসনে নির্বাচন হয়েছিল, বিজেপি জিতেছিল ৮০টি আসনে এবং কংগ্রেস মাত্র একটি আসনে| পুলওয়ামায় ৮৫ শতাংশ, শোপিয়ানে ৮৬ শতাংশ এবং শ্রীনগরে ১০০ শতাংশ ভোট পড়েছিল| শোপিয়ানে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী| তিন-তালাক প্রথা বিলুপ্তি প্রসঙ্গে নাড্ডা বলেছেন, ‘আমরা যখন সতীদাহ প্রথা, যৌতুক প্রথা, বাল্যবিবাহকে আইনত নিষিদ্ধ করে দিয়েছিলাম| আমরা আইন অনুযায়ী মহিলাদেরকেও সম্পত্তির উপর সমানাধিকার দিয়েছিলাম| তখন মুসলিম মহিলাদের উপর তলোয়ারের মতো ঝুলে থাকা তিল তালাক প্রথা অপসারণও জরুরি ছিল| মোদী সরকারের ইচ্ছা শক্তির কারণেই তিন তালাক আইনত নিষিদ্ধ হয়েছে|’ আমেরিকা-সহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক প্রসঙ্গে নাড্ডা বলেছেন, ‘এখন ভারত ও আমেরিকার মধ্যে সুসম্পর্ক রয়েছে| ইংল্যান্ডেও (England) ভারতের ভাবমূর্তি এখন অত্যন্ত ভাল| আদর্শগত পটভূমিতে কাজের কারণেই ভারতের প্রতিচ্ছবি দৃঢ় হচ্ছে|’ বিগত ৫ বছরে বিহারের সামগ্রিক উন্নতি হয়েছে এই দাবি করে জে পি নাড্ডা বলেছেন, বিগত ৫ বছরে বিহারে সামগ্রিক উন্নতি হয়েছে| বিহারের আশীর্বাদ পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বিহারে হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে| বিহারের আসন্ন নির্বাচনে নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ সরকার গঠনের জন্য সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে|
এদিন পাটনায় রাজ্য বিজেপির দফতর থেকে ভিডিও কনফারেন্সিং মারফত বিহারের ১১টি জেলায় সদ্য-নির্মিত দলীয় দফতরের উদ্বোধন করেছেন জে পি নাড্ডা| নাড্ডা এদিন বলেছেন, যুবাবস্থায় পাটনার এই দফতরে বিজেপির প্রবীণ নেতাদের সঙ্গে আসার সুযোগ হয়েছিল আমার| এই নতুন দফতর উদ্বোধন করার সুযোগ পেয়েছি, যা অত্যন্ত সৌভাগ্যের| আমরা শৈশবে বলতাম কোনও সংগঠন চালানোর জন্য পাঁচটি ‘ক’ হওয়া অতিআবশ্যক| কার্যকতা (কর্মী), কার্যক্রম, কার্যকারণী, কোষ (তহবিল) এবং কার্যালয় (দফতর)| জে পি নাড্ডা (J. P. Nadda) বলেছেন, আমাদের প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিকল্পনা করেছিলেন, প্রতিটি জেলাতেই বিজেপির দলীয় দফতর থাকবে| ৫৯০টি দফতরের জন্য জমি নেওয়া হয়েছে| ৪৮৭টি দফতর তৈরি হয়ে গিয়েছে| বাকি দফতরের জন্য জমি নেওয়ার প্রক্রিয়া চলছে| প্রতিটি দফতর আধুনিক সুবিধায় সুসজ্জিত| দফতরগুলিতে ভিডিও-অডিও কনফারেন্স, ই-লাইব্রেরি এবং অন্যান্য সুযোগ সুবিধা থাকবে|
2020-02-23