চৌকিদার স্লোগান নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। শাসক ও বিরোধী উভয়েরই এই চৌকিদার স্লোগান জনপ্রিয় হয়ে উঠেছে রাজনৈতিক মহলে। তবে এবার সেই চৌকিদার স্লোগান গিয়ে পৌঁছেছে একেবারে সুপ্রিম কোর্টের দরজায়।
রাহুল গান্ধীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দরজার কড়া নাড়ল বিজেপি। চৌকিদার চোর হে মন্তব্যের জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতে মানহানির মামলা দায়ের করেছেন বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি।
আগামী ১৫এপ্রিল এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। বিজেপি সাংসদ দাবি করেছেন নরেন্দ্র মোদী সম্পর্কে এই মন্তব্য করায় নরেন্দ্র মোদির মানহানি হয়েছে।
বুধবার রাফালের গোপন নথি নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ করেছিল শীর্ষ আদালত। ফাঁস হওয়া যে নথি আদালতে জমা পড়ে তা নিয়েই রাফালে পরবর্তী শুনানি হবে বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। এই রায়ের পরেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রতিক্রিয়া ছিল সুপ্রিম কোর্টও জানিয়েছে চৌকিদার চোর হে। আর এরপরই বিতর্কে ঝড় ওঠে রাজনৈতিক মহলে।
এদিকে রাহুল গান্ধীর দাবি করেন কংগ্রেসের চৌকিদার চোর হে যে ক্যাম্পেইন তা সফল। প্রধানমন্ত্রী সম্পর্কে এই মন্তব্য মানহানিকর বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্ব। আর সেই কারণেই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ বলে জানিয়েছেন।
রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দেগেছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।
প্রসঙ্গত উল্লেখ্য লোকসভা নির্বাচনের আগে একদিকে “ম্যায়ভি চৌকিদার হুঁ” ও অন্যদিকে “চৌকিদার চোর হে “এই দুই চৌকিদার মুখি স্লোগান নিয়ে তর্ক বিতর্কে উত্তপ্ত জাতীয় রাজনীতি। তবে কার চৌকিদারকে ভোটাররা আমল দেয় তা জানতে অপেক্ষা করতে হবে ২৩ মে পর্যন্ত।