দিল্লির মসজিদে পর্যবেক্ষক নিয়োগের দাবি তুলল বিজেপি। ভোটের মুখে নির্বাচন কমিশনের কাছে এই দাবি তুলেছে বিজেপি। বিশেষত মুসলিম অধ্যুষিত এলাকায় মসজিদে যাতে রাজনৈতিক ও ধর্মীয় নেতারা কোন ধর্মীয় উত্তেজনা মূলক বক্তব্য রেখে ভোটারদের প্রভাবিত করতে না পারে সেদিকে নজর রাখতে হবে।
দিল্লিতে ভোট হবে ১২মে দিল্লি বিজেপি আইন শাখার প্রধান দিল্লির মুখ্য নির্বাচন আধিকারিককে মসজিদ গুলিতে পর্যবেক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন। তিনি সংবাদমাধ্যমের কাছে অভিযোগের সুরে বলে আম আদমি পার্টি ভোটারদের ধর্মের নামে বিভাজিত করার চেষ্টা করছে।
সংখ্যালঘু ভাবাবেগে উসকে দিয়ে ভোট বিভাজনের রাজনীতি করছে অরবিন্দ কেজরিওয়াল এই অভিযোগের প্রমাণ সাপেক্ষে কেজরিওয়ালের একটি উত্তেজক বক্তৃতার লিংক তিনি পাঠিয়েছেন নির্বাচন কমিশনে।
অন্যদিকে বিজেপির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে আপ মুখপাত্র সৌরভ ভরদ্বাজ। তার বক্তব্য সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে ছিনিয়ে নেওয়ার বিপক্ষে আমরা । তাই এই বিষয়ে নির্বাচন কমিশন যদি কোন ব্যবস্থা নেয় তাকে স্বাগত জানাচ্ছি আমরা। তাদের পাল্টা অভিযোগ আরএসএসও সাম্প্রদায়িক বক্তব্য রাখছে এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। তাই সেদিকে নির্বাচন পর্যবেক্ষকের লক্ষ্য রাখা প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন তারা।