আগামী ২৫ নভেম্বর রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। খড়গপুর, কালিয়াগঞ্জ এবং করিমপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। আগামী ২৫ নভেম্বর এই তিন কেন্দ্রে হবে ভোট গ্রহণ। বিজেপিরে কাছে চ্যালেঞ্জ এই তিন বিধানসভা কেন্দ্রের ভোট। সামনেই পুরভোট, আর এরপরেই ২০২১ বিধানসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে বাংলার একাধিক বিধানসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এই পরিস্থতিতে এই তিন কেন্দ্রে শাসকদলকে চাপে ফেলতে মরিয়া বিজেপি নেতৃত্ব।
আর তাই এই তিন কেন্দ্রে বুঝে শুনে প্রার্থী দিচ্ছে বঙ্গ বিজেপি শিবির। যদিও ইতিমধ্যে এই তিন বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলল বিজেপি। সব কিছু ঠিক থাকলে আজ বুধবার রাতে কিংবা আগামীকাল বৃহস্পতিবার দিল্লি থেকে প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে বিজেপি।
সূত্রের খবর, করিমপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি’র সহসভাপতি জয়প্রকাশ মজুমদার কিংবা প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের মতো অভিজ্ঞ কোনও রাজনীতিবিদকেই টিকিট দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা যাচ্ছে বিজেপি সূত্রে। খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট নেতা দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের বিজেপি’র জেলা সভাপতি প্রেমচাঁদ ঝা’কে প্রার্থী ঘোষণা করতে পারে বিজেপি। এই কেন্দ্রটি ধরে রাখাটা রীতিমত চ্যালেঞ্জ বিজেপির কাছে।
অন্যদিকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভা আসনটি তপসিলিদের জন্য সংরক্ষিত। এই কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে উত্তর দিনাজপুরের সাংগাঠনিক জেলা সভাপতি নির্মল দাম। যদিও এই বিষয়ে জয়প্রকাশ মজুমদারকে ফোন করা হলে তিনি জানিয়েছেন এই বিষয়ে তাঁর কিছুই জানা নেই। সবটাই দিল্লিতে আলোচনার মাধ্যমে স্থির হবে বলে জানিয়েছেন প্রবীণ এই বিজেপি নেতা।
প্রসঙ্গত, রাজ্যের যে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, তার মধ্যে ২২৪- খড়গপুর, ৩৪-কালিয়াগঞ্জ (সংরক্ষিত)ও ৭৭-করিমপুর৷ মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়গপুর বিধানসভা কেন্দ্র৷ এই কেন্দ্র থেকে পদত্যাগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ বর্তমানে তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ৷ অন্যদিকে করিমপুর বিধানসভা থেকে পদত্যাগ করেছেন মহুয়া মৈত্র৷ তিনি লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে বিজয়ী হয়েছেন৷ এছাড়া কালিয়াগঞ্জ কেন্দ্রের বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে ওই বিধানসভা আসনটি শূন্য রয়েছে৷ কালিয়াগঞ্জ বিধানসভাটি রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত৷
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি পরে উত্তরবঙ্গের ১টি বিধানসভা ও দক্ষিণবঙ্গের ২টি বিধানসভা উপনির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেল৷ লোকসভা ভোটের পর এই তিন কেন্দ্রের উপনির্বাচন ঘিরে শাসক-বিরোধী লড়াইয়ে আবারও সরগরম হবে বঙ্গ রাজনীতি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।