১৮৪ টি আসন বিজেপি প্রার্থী ঘোষণা করল আজ। সব জল্পনার অবসান করে পুরী বা অন্য কোথাও নয়, বারাণসী থেকেই লড়বেন নরেন্দ্র মোদী
আর আদবানীর গান্ধী নগর থেকে লড়বেন অমিত শাহ
লখনউ থেকে ফের বিজেপি প্রার্থী হলেন রাজনাথ সিং।
নাগপুরে থেকে প্রার্থী হয়েছেন নীতিন গডকড়ী।গাজিয়াবাদ থেকে ভিকে সিং প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অন্যদিকে আমেঠি থেকে রাহুল গান্ধীর বিরুদ্ধে স্মৃতি ইরানি লড়াই করবেন পদ্মশিবির পক্ষে। উন্নাও থেকে বিজেপি প্রার্থী সাক্ষী মহারাজ। মথুরা থেকে হেমা মালিনী। উদয়পুর থেকে জীতেন্দ্র সিং। গৌতম বুদ্ধ নগর মহেশ শর্মা। মুম্বাই উত্তর- মধ্য থেকে প্রার্থী হচ্ছেন পুনম মহাজন। বরেলি থেকে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী সন্তোষ কুমার গাঙ্গোয়াল।এদিকে বাগপত থেকে সত্যপাল সিং। শ্রীনগর থেকে প্রার্থী খালিদ জাহাঙ্গীর। অরুনাচল পূর্ব প্রদেশ কিরণ রিজেজু। অসমে বাঙালি সেন্টিমেন্টের কথা মাথায় রেখে শিলচরে রাজদ্বীপ রায়কে প্রার্থী করা হয়েছে।
পশ্চিমবঙ্গের ২৮টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য প্রার্থী হলেন, মেদিনীপুর থেকে দিলীপ ঘোষ। কলকাতা দক্ষিণের চন্দ্র বসু, কলকাতা উত্তর রাহুল সিনহা। বসিরহাট কেন্দ্রে প্রার্থী সায়ন্তন বসু। যাদবপুর থেকে অধ্যাপক অনুপম হাজরা। দমদম থেকে শমীক ভট্টাচার্য। আসানসোল থেকে বাবুল সুপ্রিয় প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিষ্ণুপুর থু সৌমিত্র খাঁ, ব্যারাকপুর থেকে অর্জুন সিং, ঘাটাল দূরে ভারতী ঘোষ, কৃষ্ণনগর থেকে প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে, হুগলী থেকে লকেট চট্টোপাধ্যায়, বীরভূম থেকে দুধ কুমার মন্ডল, বারাসাত থেকে মৃণাল দেবনাথ, শ্রীরামপুরে দেবজিত সরকার, কোচবিহারে নিশীথ প্রামাণিক, বালুরঘাট থেকে সুকান্ত মজুমদার।