Bilingual : Will the voices for Roddur Roy be heard for the Plabon Biswas? রোদ্দুর রায়ের জন্য মুখরিত কন্ঠগুলি কি প্লাবনের জন্য মুখরিত হবে?

বিগত কয়েকদিন রোদ্দুর রায় নামক এক জঘন্য ইউটিউবারকে গ্রেপ্তার করা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। অনেকেই তার মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন। ব্যক্তিটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে নিয়ে কিছু কটুকথা বলার নিমিত্ত গ্রেপ্তার হন। কিন্তু এরপূর্বে ইনি যখন ভগবান শ্রীরাম , রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখকে নিয়ে নিকৃষ্ট মন্তব্যে করেন বা গানগুলিকে বিকৃত করতে থাকেন তখন কোনো প্রতিবাদ , fir ইত্যাদি তো হয় নি , উপরন্তু বাংলাপক্ষ নামক একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন তাকে কিছু একটা কারণে সংবর্ধনাও দিয়েছিল। আজ রবীন্দ্রনাথের থেকে মাননীয়া বড় হয়ে গেছেন তাই উনি গ্রেপ্তার হয়েছেন এবং কিছু মানুষ সেই গ্রেপ্তারির প্রতিবাদ করছেন। অথচ , প্লাবনের জন্য কেউ মুখ খুলছেন না। ঘটনাক্রমে প্লাবনের বিষয়টি কোনো সংবাদ মাধ্যমও প্রকাশ করে নি। এখন প্রশ্ন হল এই প্লাবন কে?


প্লাবন বিশ্বাস একজন ইউটিউবার। গত বছর থেকে তাঁর ইউটিউব চ্যানেল https://youtube.com/c/InterviewMaster এবং ফেসবুক পেজ https://fb.watch/dxNi1amPTF/ বেশ বিখ্যাত হয়। প্লাবন তাঁর চ্যানেলের মাধ্যমে প্রতিবাদ করত মজার ছলে। রাজ্য রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি এবং সর্বপরি ধর্মনীতির যে ভয়াল ও বেহাল দশা হয়েছে সেগুলি নিয়েই ছিল তাঁর প্রতিবাদ। কিন্তু প্লাবন বোধহয় জানতেন না যে এ রাজ্যে সংবিধানের বাকস্বাধীনতা বিষয়টি কাজ করে না। মাননীয়া ও তার সভাসদ নিজে অপরকে নিয়ে সমালোচনা করলেও নিজের সমালোচনা একেবারেই সহ্য করেন না।


ফলস্বরূপ পরশু প্লাবন গ্রেপ্তার হয়েছেন। কলকাতা পুলিশ তাঁকে বিহারের বাড়ি থেকে গ্রেপ্তার করেছেন এবং এখন তিনি তপসিয়া পুলিশ স্টেশনে আছেন। প্রসঙ্গত, ওই গ্রেপ্তারির সময় কিছু পাটনা পুলিশও উপস্থিত ছিলেন। শিয়ালদহ থানায় নিয়ে যাবে এরকম বলে প্লাবনকে তপসিয়া থানায় নিয়ে আসা হয়। প্লাবনের সঙ্গে ছিলেন প্লাবনের স্ত্রী। প্লাবন গ্রেপ্তারের পরেই উনিও স্বামীর জন্য কলকাতায় আসেন এবং প্লাবনের সঙ্গে দেখা করেন। পুলিশের নিকট Fir কপি ইত্যাদি কাগজপত্র চাইলেও পুলিশ দিতে রাজী হয় নি। মামলা আদালতে উঠলে আদালত তাঁকে সাতদিনের পুলিশি হেফাজতে রাখার হুকুম দেয়।

Will the voices for Roddur Roy be heard for the Plabon Biswas?

In the last few days, state politics has been in turmoil over the arrest of a notorious YouTuber named Roddur Roy. Many have been vocal in demanding his release. The man was arrested for making some sarcastic remarks about state Chief Minister Mamata Banerjee. But before that when he made derogatory remarks about Bhagwan Sriram, Rabindranath Tagore etc. or continued to distort the songs of Tagore, there was no protest, fir etc. Besides, he was also felicited by a separatist organization called ‘Banglapaksh’ for some reason. Now, Hon’ble CM Mamata Banerjee has become larger icon than Rabindranath, so he has been arrested and then also some people are protesting against that arrest. However, no one is raising their voice for the Plabon. Incidentally, no news media has also reported the case of Plabon. Now the question is who is this Plabon Biswas?

Plabon Biswas is a YouTuber. Since last year, his YouTube channel ‘https://youtube.com/c/InterviewMaster’ and Facebook page ‘https://fb.watch/dxNi1amPTF/’ have become quite popular. Plabon used to protest through his channel with funny ways. His protest was against the terrible and dilapidated state of state politics, socio-politics, economy and religion in general. But Plabon probably did not know that the issue of freedom of speech in this state does not work. Although Hon’ble CM Mamata Banerjee and his courtiers criticize each other, they do not tolerate their own criticism at all.

As a result, the day before yesterday, Plabon was arrested. Kolkata police arrested him from his home in Bihar and he is now at Tapsia police station. Incidentally, some Patna police were also present at the time of the arrest. Plabon was brought to Tapsia police station saying that he would be taken to Sealdah police station. Plabon’s wife was with him. Shortly after Plavan’s arrest, she came to Calcutta for her husband and met Plabon. Although he asked the police for documents like Fir copy, the police did not agree to give it. When the case went to Magistrate, they ordered him to be kept in police custody for seven days.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.