হাফ প্যান্ট আর টি শার্ট পরে রবারের নৌকায় বসে আছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী। তাঁকে বন্যাদুর্গত এলাকা থেকে উদ্ধার করে আনছেন ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের কর্মীরা। সোমবার সকালে এমনই দৃশ্যের সাক্ষী রইল পটনা।
বিহার বন্যায় গত কয়েকদিনে মারা গিয়েছেন ২৭ জন। ২০ লক্ষ মানুষের শহর পটনাও ডুবে আছে বন্যার জলে। গত তিন দিন ধরে অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে রাজধানী সহ বিহারের আরও কয়েকটি জেলায়। শত শত মানুষের সঙ্গে উপমুখ্যমন্ত্রীও বন্যায় আটকে পড়েছিলেন বাড়িতে।
এদিন কমলা রং-এর নৌকায় চড়ে সুশীল মোদী ও তাঁর স্ত্রীকে জলে ডোবা এলাকা ছেড়ে চলে আসতে দেখা যায়। নৌকায় আরও অনেকে ছিলেন। বোট থেকে নেমে উপমুখ্যমন্ত্রী পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেন।
পটনায় বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল, ওষুধের দোকান এবং বাজার এলাকা কোমর পর্যন্ত জলে ডুবে আছে। এমনকি নালন্দা মেডিকেল কলেজ হসপিটালের মতো রাজ্যের প্রথম সারির হাসপাতালেও জল ঢুকেছে। আকাশ থেকে তোলা ছবিতে পটনা শহরকে দেখে মনে হচ্ছে বিরাট জলাশয়। তার মধ্যে জেগে আছে কংক্রিটের বাড়িগুলি। শহরের অভিজাত রাজেন্দ্র নগর ও পাটলিপুত্র কলোনিও বন্যা থেকে রক্ষা পায়নি।
বিহারের বিপর্যয় মোকাবিলা দফতরের অতিরিক্ত সচিব আমোদ কুমার শরণ বলেন, আপাতত বৃষ্টি থেমেছে। তবে অনেক জায়গায় জল জমে আছে। আবহাওয়া দফতর থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের ২৪ টি জেলায় ভারী বৃষ্টি হবে। পটনার স্কুলগুলি মঙ্গলবার অবধি বন্ধ রাখা হয়েছে।
প্রবল বৃষ্টিতে বিহারের প্রতিবেশী রাজ্য উত্তরপ্রদেশে মারা গিয়েছেন ৮৭ জন।