জঙ্গি দমনে বড়সড় সাফল্য। কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে নিকেশ তিন জঙ্গি ।রবিবার সকালে গোপন সূত্র থেকে খবর পেয়ে শ্রীনগরের (Srinagar) শহরতলীতে জাদিবলে যৌথ অভিযান চালায় সিআরপিএফের কুইক অ্যাকশন টিমের ১১৫, ২৮ নম্বর ব্যাটালিয়ন এবং জম্বু কাশ্মীর পুলিশের স্পেসাল অপারেশন গ্রুপের জওয়ানরা। সামরিক পরিভাষা এই ধরনের তল্লাশি অভিযানকে কর্ডন এন্ড সার্চ অপারেশন বলা হয়। গোটা এলাকাটি ঘিরে ধরে, মোবাইল ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে দিয়ে এই অভিযান চলে।অভিযান চালানোর পর জঙ্গিদের খোঁজ পাওয়া যায়। একটি বাড়ির মধ্যে লুকিয়ে ছিল তারা।তল্লাশিরত জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় এবং গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। পাল্টা যোগ্য জবাব দেয় জওয়ানরা । শুরু হয় দুই তরফের তুমুল গুলির লড়াই। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই তিন জঙ্গিকে নিকাশ করা গিয়েছে।কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, তিনজন জঙ্গীদের মধ্যে দুইজন স্থানীয় বাসিন্দা।গতমাসে বিএসএফ জওয়ানদের ওপর হামলা চালানোর দায়ে অভিযুক্ত ছিল এই তিন জঙ্গি। জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল এমনকি পরিবারের লোকেদের ডেকে এনে তাদের আত্মসমর্পণ করার আহ্বান করা হয়। তাদের আত্মসমর্পণ করার জন্য আড়াই ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে গুলি এবং গ্রেনেড ছোড়ে। শুরু হয় দুই তরফের তুমুল গুলির লড়াই। অবশেষে নিকেশ হয় ওই তিন জঙ্গি।
2020-06-21