POK থেকে একটা বড়ো খবর সামনে আসছে। গতকাল থেকে ভারত-পাক সীমায় উত্তেজনা বেশি ছিল। পাকিস্তানের সেনা সংঘর্ষ বিরাম উলঙ্ঘন করে ভারতের সেনার উপর গুলি চালিয়েছিল। যাতে ভারতের ২ সেনা বলিদান হয়েছিলেন। এরপর ভারতের সেনা একশন মুডে চলে আসে। এখন ভারতের সেনা POK এর উপর বড়ো আক্রমন শুরু করেছে যাতে ১৫ জন পাক সেনা নিহত হয়েছে বলে সূত্রের খবর। ভারতীয় বড়ো সংখ্যায় সেনা আর্টিলারি মেশিন গান নামিয়ে দিয়েছে। ফলস্বরূপ পাকিস্তানের ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হচ্ছে।
![](https://ritambangla.com/wp-content/uploads/2019/10/a-9.png)
শুধু এই নয়, ভারতীয় সেনা পাকিস্তানের নিলাম ভ্যালির হেডকোয়ার্টার টার্গেট করেছে। পাকিস্তান নিলাম ভ্যালির এলাকা জুড়ে এমারজেন্সি জারি করেছে। টাঙ্গধর সেক্টরের বিপরীতে পিওকে-তে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের অনেক পোস্ট ধ্বংস করার পাশাপাশি ৭ টি সন্ত্রাসী শিবির উড়িয়ে দেওয়ার খবরও সামনে আসছে। সন্ত্রাসী অনুপ্রবেশের জবাবে ভারতীয় সেনাবাহিনী এখানে পদক্ষেপ নিয়েছে। এক জওয়ানের শহীদ হওয়ার পরিবর্তে পাকিস্তানের দশজন সন্ত্রাসীকে হত্যা করার প্রতিশ্রুতি সত্য বলে প্রমাণিত হতে দেখা যাচ্ছে। এই দেশের মানুষ ভারতীয় সেনাবাহিনীর এমন রুদ্ররূপকে দেখার অপেক্ষাতেই ছিল।
![](https://ritambangla.com/wp-content/uploads/2019/10/b-9.png)
স্মরণ করিয়ে দি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েকদিন আগেই বলেছিলেন ভারত ১ টার বদলে ১০ টা নীতিতে কাজ করবে। অমিত শাহ লোকসভায় বলেছিলেন, POK ভারতের অংশ আর সেটাকে ফিরিয়ে আনা হবে। এখন সেই দিকে কাজ শুরু হয়েছে বলেই মনে করা হচ্ছে। ভারতীয় সেনা POK এর আতঙ্কবাদী ক্যাম্প ও পাক সেনারা ক্যাম্প উড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছে। আগামী সময়ে POK ভারতের সাথে একীকরণ হলেও অবাক হওয়ার কিছু নেই। কারণ সরকার ও সেনা দুই একশন মুডে রয়েছে।