ওয়াশিংটন ডিসি-তে গত রবিবারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন ফাইনার। সেখানেই তিনি ভারতের নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে বললেন, “আন্তর্জাতিক ইস্যুতে মোদীর পরামর্শ নেন বাইডেন”
বাইডেন ঘনিষ্ঠ জনাথন ফাইনার সম্প্রতি জানান, “ভারত-আমেরিকা সম্পর্কের জন্য ২০২২ খুব বড় বছর। দুই দেশের জন্য আগামী বছর আরও বড় এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে পরমর্শদাতা এবং পার্টনার হিসেবে বাইডেনের তালিকায় মোদির নাম অনেক উপরে”।
উল্লেখ্য, গত সপ্তাহে ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত জি-২০ সম্মেলনের ফাঁকে প্রযুক্তিগত উন্নয়ন, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের মতো একাধিক বিষয়কে কেন্দ্র করে মোদি এবং বাইডেন একটি দ্বিপাক্ষিক বৈঠকের অংশ হয়েছিলেন। এই বৈঠকের পরেই ভারতের বিদেশ সচিব অরিন্দম বাগচী একটি টুইট করার মাধ্যমে জানান, “কোয়াড (আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া, জাপান) এবং আইটুইউটু (I2U2)-র (ভারত, ইজরায়েল, আমেরিকা, সংযুক্ত আরব আমিরশাহী) মতো গোষ্ঠীতে ভারত এবং আমেরিকার বোঝাপড়া আরও পোক্ত করতে সম্মত হয়েছেন দুই নেতাই”।