হিন্দু সংখ্যালঘু মুর্শিদাবাদে হিন্দুদের অবস্থা করুন বলা চলে। জনবলে হিন্দুরা পিছিয়ে পরার খেসারর তাঁদেরকেই প্রতিনিয়ত চোকাতে হচ্ছে বলে অভিযোগ উঠছে।
দু’দিন আগেই ভরতপুর থানার ওসি রাজু মুখোপাধ্যায়কে অপমান করে বিধায়ক হুমায়ন কবীর। এবার তাঁর বিরুদ্ধে দায়ের হল এফআইআর। ভারতীয় দণ্ডবিধির ১১৬, ১১৭, ১১৯ এবং ১৫৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে বিধায়কের বিরুদ্ধে।
সূত্রের খবর আগামী পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে ভরতপুর থানা এলাকায়। ইতিমধ্যেই তৃণমূলকে অনুষ্ঠানের অনুমতি দিয়েছে স্থানীয় পুলিশ-প্রশাসন। পালটা একটি প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের জন্য থানায় গিয়েছিলেন ভরতপুরের যুব তৃণমূল সভাপতি নজরুল ইসলাম টারজান। কিন্তু ওসি সাফ জানিয়ে দেন ইতিমধ্যেই তৃণমূলকে প্রতিষ্ঠা দিবস পালনের সভা করার অনুমতি দেওয়া হয়েছে। আর আলাদা সভার অনুমতি দেওয়া সম্ভব না। এতেই ক্ষিপ্ত হন এলাকার বিধায়ক হুমায়ুন কবীর। শুক্রবার অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালীন তৃণমূলের কর্মীদের সামনে ভরতপুর থানার ওসিকে অপমান করার অভিযোগ ওঠে হুমায়ুন কবীরের বিরুদ্ধে।
সেই ঘটনার জেরে জেলা পুলিশ সুপারের নির্দেশে বিধায়কের বিরুদ্ধে এফআইআর করেন ভরতপুর থানার ওসি রাজু মুখোপাধ্যায়। বিধায়কের এহেন আচরণ মেনে নিতে পারেনি লোকজন। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের আচরণে দুঃখ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা এলাকার সাংসদ অধীর চৌধুরী।