মর্মান্তিক দুর্ঘটনা ঘটল নীলগিরি এলাকায়। ওই এলাকায় চপার দুর্ঘটনায় মারা গেছেন মোট ১৩ জন। মৃতদের তালিকায় রয়েছেন সস্ত্রীক সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। এবার, ধীরে ধীরে প্রকাশ্যে আসছে অন্যান্য মৃতদের পরিচয়ও। মৃতদের তালিকায় পাওয়া গেছে বাংলার নামও।সূত্রের খবর অনুযায়ী, বাংলার যার নাম জড়িত হয়েছে চপার দুর্ঘটনায়, তিনি দার্জিলিং-এ গ্লেনবার্নের তাকদার বাসিন্দা, নাম সৎপাল রাই। তিনি মূলত প্রয়াত সিডিএস বিপিন রাওয়াতের দেহরক্ষী ছিলেন। এছাড়াও, তিনি প্রয়াত সেনা সর্বাধিনায়কের পিএস-ও ছিলেন। উল্লেখ্য, দুর্ঘটনাটি তখন হয়, যখন চপারটি কোয়েম্বাটুরের সূলুর এয়ারবেস থেকে ওয়েলিংটনে যাচ্ছিল।এই খবর প্রকাশ্যে আসার পরে প্রয়াত হাবিলদার সৎপাল রাইয়ের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তা। এদিকে, এই দুর্ঘটনার প্রসঙ্গ তুলে সুব্রহ্মণম সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তদন্তের দাবি করেছেন। সূত্রের খবর অনুযায়ী, শুক্রবারে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রয়াত সিডিএস বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীকে শেষ শ্রদ্ধা জানানো হবে।
2021-12-10