মদ-সিগারেট ও টিভির জন্য বাঙালিরা বাবা-মা হতে পারছেন না, এমনটাই জানাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষণা

আধুনিক লাইফস্টাইলের জেরে অনেক কিছুই কমে যাচ্ছে জীবন থেকে। এরফলে, বড়সড় সমস্যা দেখা যাচ্ছে স্বাস্থ্যে। এর মধ্যে অন্যতম হল, পুরুষের শুক্রাণুর ঘাটতি। ভারতের পাশাপাশি আরও অন্যান্য বহু দেশে এই সমস্যার সম্মুখীন হচ্ছে বহু মানুষ। বহু চেষ্টা করার পরও বাবা-মা হতে পারছেন না অনেকে। সম্প্রতি, এই বিষয়ের উপর হালে একটি গবেষণা করল কলকাতা বিশ্ববিদ্যালয়ে। গবেষণা থেকে উঠে এল ভয়াবহ তথ্য। জানা গেল, পুরুষদের মধ্যে শুক্রাণুর ঘাটতি দেখা যাচ্ছে ধূমপান ও মদ্যপানের কারণে।
সেইসঙ্গে আরও বেশ কিছু কারণ উঠে এসেছে। বাঙালি পুরুষেরা অত্যাধিক পরিমাণে মিষ্টি, মিষ্টি জাতীয় পানীয় খান। সেইসঙ্গে মানসিক চাপ সহ্য করে চলেন। এইসমস্ত কিছুর কারণেও শুক্রাণু ক্রমশ কমছে। চিকিৎসকেরা জানিয়েছেন, বাঙালিদের ক্ষেত্রে সন্তান ধারণের অক্ষমতার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এর জন্য দায়ী রয়েছে পুরুষ। কারণ, গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। এই সমস্ত কিছুর পাশাপাশি রয়েছে মদ্যপান ও ধূমপানের মত বিষয়গুলি। চিকিৎসকেরা আরও বলেছেন যে, প্রতি মিলিলিটার শুক্রাণুর সংখ্যা দেড় কোটির কম হয়ে গেলেই গর্ভধারণের ক্ষেত্রে বড় সমস্যা হতে পারে।
এই গবেষণার জন্য ৪০০ দম্পতিকে বাছা হয়েছিল। তাদের মধ্য থেকে প্রত্যেক পুরুষের বীর্য পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষায় দেখা গিয়েছে, শুক্রাণুর সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক অনেক কম। গবেষণার ফলাফলের রিপোর্ট বিস্তারিতভাবে প্রকাশিত হয়েছে আমেরিকার একটি জার্নালে। সেখানে বিস্তারিতভাবে বলা হয়েছে যে, সন্তান ধারণের সমস্যা দেখা দিলে প্রথমেই নজর দিতে হবে খাদ্যাভাস, জীবনযাপন ও পরিবেশের দিকে। শরীরের মধ্যে কীটনাশক বা প্লাস্টিকে থাকা রাসায়নিক পদার্থ শরীরের মধ্যে চলে গেলে ওবেসিটির আশঙ্কা ক্রমশ বেড়ে যায়। সমস্যা দেখা যায় অতিরিক্ত টিভি দেখার ফলেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.