হিন্দু দেব-দেবী নিয়ে যা খুশি, হিজাব পরিহিতা মা দুর্গার ছবি আঁকলেন বাংলার চিত্রশিল্পী

হিজাব পরিহিতা মা দুর্গার ছবি আঁকলেন; বাংলার চিত্রশিল্পী। যত কাণ্ড যেন; হিন্দু দেব-দেবী নিয়ে। প্রতিবছর দুর্গাপুজো এলেই যেন, তথাকথিত সেকুলার গোষ্ঠী দ্বিগুণ উদ্যোগে; সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে ওঠে। হিন্দু জাতির শ্রেষ্ঠ উৎসবকে ঘিরে; রাজনৈতিক ও ধর্মীয় নোংরামি শুরু করে দেয়। এমনটাই অভিযোগ বারবার; উঠে আসে। এবার হিজাব পরিহিতা মা দুর্গার ছবি আঁকলেন; বাংলার চিত্রশিল্পী সনাতন দিন্দা। সনাতন দিন্দা কলকাতার দুর্গাপুজোর; একটা বড় মুখ। সেই বিখ্যাত শিল্পী এবার; বিতর্কের কেন্দ্রে। অসুর দলনী মা দুর্গা; তাঁকে হিজাবের মধ্যে আটকে রাখার যুক্তি কি? উঠে গেছে প্রশ্ন।

চিত্রশিল্পী সনাতন দিন্দা ফেসবুকে, বোরখা পরিহিত হিজাবধারী; এক মহিলার ছবি এঁকেছেন। ছবিটি ট্যাগ করা হয়েছে; পারিজাত দিন্দাকে। ছবিটি একটি চারকোল পেইন্টিং; শিল্পী ছবির সঙ্গে ক্যাপশন দিয়েছেন; ‘মা আসছেন’। আর তারপরেই শুরু হয়েছে; জোর বিতর্ক। বারবার কেন হিন্দু দেব-দেবীদের নিয়েই; এই ধরণের কাণ্ড হবে? উঠেছে প্রশ্ন। এর আগেও তৃণমূল নেত্রী সায়নী ঘোষ; মহাদেবের ছবিতে কনডম লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছেন। সেই নিয়েও রাজ্য জুড়ে; বিতর্ক হয়েছে।

সনাতন দিন্দার পোস্ট, হিজাব পরিহিতা ত্রিনয়নী লিপস্টিক লাগানো দেবীর চিত্রটি; ভাইরাল হবার পরেই মানুষের মধ্যে বিশাল ক্ষোভের সৃষ্টি করেছে। বিজেপি মহিলা মোর্চার সহ-সভাপতি কেয়া ঘোষ, ছবিটি শেয়ার করে; নিজের টুইটে লিখেছেন, “Maa Durga in hijab”। “হিজাবে মা দুর্গা… শিল্পী সনাতন দিন্দা”। তাঁর দাবি, সনাতন দিন্দা জানেন যে; তার এই নোংরামিতে অনেক বুদ্ধিজীবী বাঙালি তাকে সাহায্য করবে।

ফোনে যোগাযোগ করেও; পাওয়া যায়নি শিল্পী সনাতন দিন্দাকে। এক নেটিজেন জানিয়েছেন; “সনাতন পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এঁকেছেন; আর কিছু না। একদিন ধর্ম নির্বিশেষে বাংলার সব নারীরা; শেষ পর্যন্ত হিজাব পরতে বাধ্য হবে”। সোশ্যাল মিডিয়ায় আবার কেউ কেউ; শিল্পীকে গণধোলাইয়ের হুঁশিয়ারিও দিয়েছেন। “শিল্পীর স্বাধীনতা আছে”; বলে সমর্থনও করেছেন অনেকে। সবমিলিয়ে দুর্গা পুজোর ঠিক আগেই; দুর্গাকে হিজাব পড়িয়ে বিতর্কে শিল্পী সনাতন দিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.