র্গিলে ‘অপারেশন বিজয়ের’ ২০ বর্ষপূর্তিতে জেলা জুড়ে ‘তিরাঙ্গা যাত্রা’র আয়োজন করেছে বিজেপি। জেলায় জেলায় জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা করবে বিজেপি যুবমোর্চা।
কার্গিল শহীদদের ছবি নিয়ে মিছিলে হাঁটবেন যুবক-যুবতীরা। কোথাও বা হবে মশালযাত্রা। উল্লেখ্য, কার্গিলের ২০ বছর পূর্তিতে অংশগ্রহণ করতে দ্রাসের ‘ওয়ার মিউসিয়ামে’ শুক্রবার উপস্থিত হবেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। তাঁকে স্বাগত জানাবেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যাপাল মালিক। উপস্থিত থাকবেন সেনার তিন বিভাগের প্রধান। অন্য শহরের মত কলকাতাতেও বিজয় দিবস পালন করবে বিজেপি।
বিজেপি কলকাতা উত্তর জেলার সভাপতি দীনেশ পাণ্ডে বলেন, “শ্যামবাজার মোড় থেকে টালা পার্ক পর্যন্ত মশাল মিছিল করবে পার্টি। একটাই উদ্দেশ্য, যারা সীমান্তে লড়াই করছেন, তাঁরা যেন না ভাবেন, তাঁরা আজ একা লড়াই করছেন।
দেশের জনতা তাঁদের সঙ্গে আছে।” আমেরিকার চাপের কাছে না দমে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যুদ্ধ বন্ধ করেননি। প্রাক্তন প্রধানমন্ত্রীর সেই সংকল্পকেই মিছিলে তুলে ধরতে চান দীনেশ।
তাঁর মতে, “এক ইঞ্চি জমি ফেরত না আসা পর্যন্ত যুদ্ধ থামেননি অটলজি। আমেরিকার চাপের কাছেও মাথা নত করেননি। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর অবদান মনে রাখার মতো।” প্রসঙ্গত, রাজ্য থেকে যাঁরা কার্গিলে শহীদ হয়েছিলেন, তাঁদের ছবি নিয়ে জেলায় খেলায় সন্ধ্যায় মোমবাতি মিছিলও করার পরিকল্পনা রয়েছে যুব মোর্চার।