কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চও এসএসসি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার উপদেষ্টা কমিটির চার সদস্যের আবেদন ফিরিয়ে দিল। এই নিয়ে চতুর্থতম ডিভিশন বেঞ্চ মামলাটি ফিরিয়ে দিল। এই প্রসঙ্গে বিচারপতি বাগচির ডিভিশন বেঞ্চ ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়িয়েছে বলে জানা গেছে। এদিকে এসএসসি কমিটির চার সদস্য এই মামলায় শুনানিতে কোন রকমের আশার আলো দেখতে পারছেন না।
আপাতত, এই মামলা কলকাতা হাই কোর্টের চারটি বেঞ্চ থেকে প্রত্যাখ্যান হয়েছে। প্রত্যেক বেঞ্চ থেকেই জানানো হয়েছে, তারা কেউই এই মামলা শুনতে আগ্রহী নয়। অবশেষে, প্রধান বিচারপতির বেঞ্চে মামলা নিয়ে গেলে মামলাকারীদের উদ্দেশ্যে চরম বিরক্তি প্রকাশ করেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। আইনজীবীদের উদ্দেশ্যে প্রশ্ন করে প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা সৌজন্যতা বজায় রাখতে শিখুন। যখন-তখন মেনশন করতে চলে আসছেন কেন? জুনিয়ররা আপনাদের থেকে কী শিখবে? একটা নির্দিষ্ট সময়সীমা আছে মেনশন করার জন্য, সেই সময় আসবেন।’
ওদিকে মঙ্গলবার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে আদালতে জানানো হয়, ‘যে কয়জনের নিয়োগ বেআইনি হয়েছে বলে আদালত মনে করবে, রাজ্য সরকার তাদের নিয়োগ প্রক্রিয়া বাতিল করবে।’ আইনজীবীদের কাছ থেকে এমন কথা শুনে প্রধান বিচারপতি বলেন, ‘এটা রাজ্যের করা উচিত। রাজ্য নিজের কাজ করবে।’
2022-04-06