প্রতিশ্রুতির ফোয়ারায় আর ভরানো যাবে না নির্বাচনী ইস্তেহারকে, এমনটাই ঘোষণা করল নির্বাচন কমিশন। নির্বাচনী আদর্শ আচরণবিধিতে হল নয়া সংযোজন। এই সংযোজনের উদ্দেশ্যই হল নির্বাচনী প্রতিশ্রুতির বৃষ্টিতে রাশ টানা।
নির্বাচন কমিশনের তরফে মূলত একটি বিশেষ ঘোষণা করা হয় চলতি সপ্তাহে মঙ্গলবারে। এই ঘোষণায় জানানো হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধিতে নয়া প্রোফর্মার সংযোজন করা হয়েছে। সেই সংযোজনের উল্লেখ করা হয় যে, প্রত্যেকটা প্রতিশ্রুতি বিস্তারিতভাবে বর্ণনা করতে হবে, যাতে সাধারণ মানুষের বুঝতে অসুবিধা না হয়।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটারদের মধ্যে স্বচ্ছতাকে সুনিশ্চিত করার জন্য, এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার ও নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে। বিভিন্ন রাজনৈতিক দলের তরফে যাতে ফোলাফাঁপা প্রতিশ্রুতির বৃষ্টি না করা হয়, সেইজন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। একইসঙ্গে দলগুলির তরফে দেওয়া প্রতিশ্রুতি দীর্ঘকাল কী করে চালানো যাবে সেই পরিকল্পনার ব্যাখ্যা দেওয়ারও প্রস্তাব পেশ হতে চলেছে বলে খবর।