সাইনবোর্ডে বিফ বা গোমাংস শব্দ লিখতে পারবে না রেস্তোরাঁগুলি। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনই নির্দেশ জারি হল অরুণাচলপ্রদেশের নাহারলগুন জেলায়। ইতিমধ্যেই এই মর্মে সমস্ত রেস্তোরাঁগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
জারি হওয়া বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, সাইনবোর্ডে এহেন ঘোষণা সমাজের এক অংশের মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে। আর তার জেরে দুই সম্প্রদায়ের মধ্যে শত্রুভাবাপন্ন মনোভাবও উস্কে উঠতে পারে। এই পরিস্থিতিতে তাই এ জাতীয় ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চলতি মাসের ১৮ তারিখের মধ্যেই রেস্তরাঁগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় ২০০০ টাকার জরিমানা লাগু হতে পারে, এমনকি খারিজ হয়ে যেতে পারে লাইসেন্সও। এ প্রসঙ্গে নাহারলগুন জেলার কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেট তামো দাদা-র পালটা দাবি, আসলে সংবিধানে উল্লিখিত ‘ধর্মনিরপেক্ষতা’ -কে বজায় রাখতে চেয়েই নেওয়া হয়েছে এহেন সিদ্ধান্ত।