৬ আগস্ট থেকে পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে কাশ্মীর প্রিমিয়ার লিগ (KPL) আয়োজিত হতে চলেছে। বিসিসিআইয়ের তরফে সাফ বলা হয়েছে, কাশ্মীর প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করলে ভারতীয় ক্রিকেটে সরাসরি নিষিদ্ধ করা হবে।
বিসিসিআই ইতিমধ্যেই আইসিসির সদস্যভুক্ত সমস্ত দেশকে মৌখিকভাবে এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে দিয়েছে। বলা হয়েছে, কাশ্মীর লিগে অংশগ্রহণকারী বিদেশি ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটে কোনোভাবেই বাণিজ্যিকভাবে অংশগ্রহণ করতে পারবেন না।
বিসিসিআইয়ের এক কর্তা বলেন, বিভিন্ন দেশের বোর্ডকে বেসরকারি ভাবে কাশ্মীর লিগে ক্রিকেটার পাঠাতে বারণ করা হয়েছে। তারপরেও যদি কোনও ক্রিকেটার এই লিগে অংশ নেন তাহলে ভারতের মাটিতে সেই ক্রিকেটাররা কোনও রকম ক্রিকেট সংক্রান্ত বিষয়ে যুক্ত হতে পারবেন না। জাতীয় স্বার্থকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের তরফে।
বোর্ডের ওই কর্তা জানান, পাকিস্তান সুপার লিগ নিয়ে বিসিসিআইয়ের কোনও অসুবিধা নেই। কিন্তু কাশ্মীর লিগ অনুষ্ঠিত হবে পাক অধিকৃত কাশ্মীরে। তাই জাতীয় স্বার্থে এই সিদ্ধান্ত।