তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এল উত্তর ২৪ পরগনায়। বৃহস্পতিবার রাতে, রণক্ষেত্রের আকার ধারণ করল তেহাটা গ্রাম। অভিযোগ উঠেছে, সেখানকার স্থানীয় এক তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি করা হয়। শুধু তাই নয়, দলের মধ্যে থেকেই কয়েকজন তৃণমূল নেতাকে খুন করার চেষ্টা করেছিল। কিন্তু তাকে না পেয়ে তার বাড়ির সামনে বোমা মারা হয়।
জানা গিয়েছে, তেহাটা গ্রামে মোট চারজন এক তৃণমূল কর্মীর বাড়িতে বোমা মারে। বোমা ছুঁড়ে বাড়ির রান্না ঘরের জানলা থেকে শুরু করে ঘরের দরজা ভাঙার চেষ্টা করা হয়। তেহাটা ঘোষপাড়া গ্রামের বাসিন্দা সঞ্জিত ঘোষ, হাকিম মোড়ল, প্রভাত ঘোষ ও দিলীপ ঘোষের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও হামলা করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিযোগ উঠেছে, মোতালেব আলি ও গফফার আলির বিরুদ্ধে।
আক্রান্তরা জানিয়েছেন, মোতালেব ও তার অনুগামীরা ওই এলাকায় মাছের ভেড়িতে তোলাবাজি চালাতেন। ভেড়ির টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। সেই নিয়েই গন্ডগোল শুরু হয় তৃণমূল নেতাদের মধ্যে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে রাতেই পৌঁছে যায় পুলিশ। বোমাবাজির ঘটনার প্রসঙ্গে প্রভাত ঘোষের স্ত্রী সন্তোষীর অভিযোগ, ”বোমার আওয়াজ শুনে উনি (স্বামী) বললেন তালা খুলে দাও। তার পর ওঁর নাম ধরে ডাকছে! আমি বলেছি, উনি বাড়িতে নেই। তার পরেই বাড়ির সামনে বোমা মারল। আমাদের গায়ে ছিটকেছে বোমার টুকরো। গা-হাত জ্বালা করছে।”
2022-04-02