বঙ্কিমের ‘আনন্দমঠ’ নিয়ে সিনেমা দক্ষিণে, কলমে রাজামৌলির বাবা, ঐতিহাসিক সন্ধিক্ষণ

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘আনন্দমঠ’ প্রকাশ পেয়েছিল ১৮৭২ সালে বঙ্গদর্শন পত্রিকায়। এবারে সেই আনন্দমঠ উপন্যাসকে ঘিরে তৈরি হচ্ছে দক্ষিণী ছবি। জানা যাচ্ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১২৮ তম মৃত্যুবার্ষিকীতে বড় ঘোষণা করলেন প্রযোজক রাম কমল মুখোপাধ্যায়, সুজয় কুট্টি ও সুরাজ শর্মা। জানা গিয়েছে, আনন্দমঠ উপন্যাস অবলম্বনে তৈরি হতে চলেছে হিন্দি ছবি, ‘১৭৭০- এক সংগ্রাম’।

এই ছবির জন্য চিত্রনাট্য লিখবেন কিংবদন্তি লেখক কে.ভি বিজয়েন্দ্র প্রসাদ। ইনি হলেন বিখ্যাত পরিচালক রাজামৌলির বাবা। চিত্রনাট্য লেখার প্রসঙ্গে কিংবদন্তি লেখক জানিয়েছেন, ”যখন সুজয় আমায় এই ছবির জন্য বলে আমি কিছুটা অবাক হয়ে যাই। বহু বছর আগে এই বইটি আমি পড়েছিলাম। সত্যি কথা বলতে আমার মনে হয়েছিল এখনকার প্রজন্ম হয়তো কোনও ভাবেই এর প্লটের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে না। কিন্তু রামকমলের সঙ্গে সাক্ষাতের পর আমি বুঝতে পারি ছবিটি নিয়ে ওর এক আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। আমি রাজি হই। আমার কাছে নিঃসন্দেহে এটি চ্যালেঞ্জ।”

জানা যাচ্ছে, ছবির শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বর থেকে। শুটিং করা হবে পশ্চিমবঙ্গেও। তবে মুক্তি কবে পাবে এই ছবি, সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ছবি মুক্তি পেতে পারে তেলুগু, তামিল, হিন্দি ভাষায়। বাংলা ভাষায় এই ছবি মুক্তি পাবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.