ব্যাঙ্ক ধর্মঘটের প্রথম দিন, ৩১ জানুয়ারি দেশজুড়ে নাকাল হতে হয়েছে সাধারণ মানুষকে| দেশজুড়েই শুক্রবার ব্যাঙ্কিং পরিষেবা ব্যহত হয়েছে| ব্যাঙ্কের পাশাপাশি ঝাঁপ বন্ধ ছিল বহু এটিএম-এর| একই পরিস্থিতি বজায় থাকল শনিবার, ব্যাঙ্ক ধর্মঘটের দ্বিতীয় দিনও| এদিও দেশের বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকার পাশাপাশি বহু এটিএম-এর ঝাঁপ বন্ধ ছিল| দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, আহমেদাবাদ সর্বত্রই একই ছবি ধরা পড়েছে|তবে, এদিনও ব্যাঙ্ক ধর্মঘটের আওতায় ছিল না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)| কাজ হয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক ও এইচডিএফসি ব্যাঙ্কের মতো বেশ কিছু বেসরকারি ব্যাঙ্কের শাখায়| ধর্মঘটের ফলে টাকা তোলা ও জমা দেওয়া, চেক ক্লিয়ারিংয়ের কাজ ব্যাহত হয়েছে| বেতন বৃদ্ধির দাবিতেই শুক্রবার ও শনিবার ব্যাঙ্ক ধর্মঘটে সামিল হয়েছেন ব্যাঙ্ক কর্মীরা| ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ), অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস কনফেডারেশন, অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল অর্গানাইজেশন অফ ব্যাঙ্ক ওয়ার্কাস|
2020-02-01